১৯৮৩-র পর ২০১১। কপিল দেবের হাত ধরে যে স্বপ্ন বাস্তব হতে দেখেছিল ভারত, সেই স্বপ্নটাই আরও একবার সত্যি হল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। মাঝে একটা লম্বা বিরতি। ২৮ বছর পর বিশ্বকাপ ঘরে এনেছিলেন মাহি। ৮ বছর পর আবার আশায় বুক বাঁধছে ভারত। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্রিকেট বিশ্বকাপের বোধন কার্যত আজই। শুরুটা তাই মনে রাখার মত করতে চায় মেন ইন ব্লু।
কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণের নজরে কঠোর অনুশীলন করতে দেখা গেছে টিম বিরাটকে। ভারতের বোলিং লাইন আপ যে যথেষ্ট পোক্ত, তা নিয়ে প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শিবিরে থমথমে ভাব। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে পরপর ২ টি ম্যাচে হার। তারপরে চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পেসার এনগিডি। চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। বোলিং-এ প্রোটিয়াদের ভরসা তাহির-রাবাদা জুটিই। তাই বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচে বেশ কিছুটা এগিয়ে বিরাট ব্রিগেডই।
ইতিমধ্যে অন্য দলের ২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সেদিক থেকে কিছুটা বিশ্রামই পেয়েছে টিম ইন্ডিয়া। অনুশীলনও চলেছে বিস্তর। তাই শুরুটা দমদারভাবেই শুরু করবে বিরাটরা, আশায় সকলে।
তবে বোলিং লাইন কীভাবে সাজানো হবে তা নির্ভর করছে সাউদাম্পটনের আবওহাওয়ার উপর। দঃ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে বিজয় নাকি কেদার, তারও ভবিষ্যত ঝুলে রয়েছে সাউদাম্পটনের আবহাওয়ায়। টিমে কি জায়গা হবে পেসার ভুবির? ওয়ার্ম আপ ম্যাচে রবিন্দর জাদেজার পারফর্ম্যান্স কি কুলদীপ বা চাহলের থেকেও বেশি গুরুত্ব পাবে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছেই।
৪ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে রাহুলকে। ৫ নম্বরে ব্যাট হাতে নামবেন ধোনি। বাংলাদেশের সঙ্গে অনুশীলন ম্যাচের মতো ফর্ম বজায় থাকলে, প্রোটিয়াদের পক্ষে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন মাহি।
১৫৭ রান করলেই একদিনের ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করবেন কোহলি। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়ার মুখে বিরাট। প্রোটিয়াদের বিপক্ষেই কি স্বপ্ন সফল হবে ? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।