নয়াদিল্লি: ফের সহবাগের সঙ্গে ট্যুইটারে বাগযুদ্ধে জড়ালেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যান। গতকাল মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর ট্যুইটারে সহবাগকে খোঁচা দেন মরগ্যান। শুধু তাই নয়, পুরনো একটি ট্যুইটের স্ক্রিনশট তুলে দেন তিনি। সেই ট্যুইটে তিনি সহবাগকে চ্যালেঞ্জ করেছিলেন, ভারত অলিম্পিকে আরও একটি সোনা জেতার আগে ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে সহবাগকে ১০ লক্ষ টাকা দান করতে হবে। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ায় সহবাগকে সেই টাকা দিতে বলেন মরগ্যান।
ব্রিটিশ সাংবাদিকের এই ট্যুইটের জবাবে সহবাগ বলেছেন, ‘আমি এবং গোটা ভারত এই হারেও গর্বিত। আমরা দারুণ লড়াই করেছি। যত দিন যাবে আমরা আরও দক্ষ ও শক্তিশালী হয়ে উঠব। তোমরা এটা কোনওদিন ভাবতে পারবে না। যাই হোক, অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করো।’
সহবাগ একা নন, বিরাট কোহলি সহ অনেকেই মরগ্যানকে পাল্টা কটাক্ষ করেছেন। বিরাট ট্যুইটে সহবাগকে উদ্দেশ্য করে লিখেছেন, দারুণ জবাব দিয়েছো। আশা করি ইংল্যান্ডের মেয়েদের থেকে ছেলেরা কিছু শিখতে পারবে। ওরা অন্তত একটা কাপ পাবে।