রাওয়ালপিন্ডি: করোনা পরিস্থিতিতে খেলার নিয়ম বদলে গিয়েছে। মাঠে থুতু ফেলা, বলে মুখের লালা লাগানোর উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সেই বিধি লঙ্ঘন করে বসলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি জিম্বাবোয়ের ইনিংসের ১১-তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে গিয়ে বলে মুখের লালা লাগান। ঘটনাটি মাঠে থাকা দুই আম্পায়ার আলিম দার ও আসিয়া ইয়াকুবের নজর এড়ায়নি। তাঁরা সঙ্গে সঙ্গে ওয়াহাবকে সতর্ক করে দেন। রিজার্ভ আম্পায়ার এসে বলটি জীবাণুমুক্ত করেন। এরপর ফের শুরু হয় খেলা।


ক্রিকেট বল চকচকে রাখার জন্য বোলার ও ফিল্ডাররা থুতু, ঘাম, মুখের লালা লাগান। কিন্তু করোনা আবহে এসব নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। নতুন বিধি অনুযায়ী, কেউ বলে থুতু বা লালা লাগালে তিনবার সতর্ক করে দেবেন আম্পায়াররা। চতুর্থবার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হবে। ওয়াহাব অবশ্য এই ম্যাচে দ্বিতীয়বার একই ভুল আর করেননি।

আইসিসি-র পক্ষ থেকে এই নতুন বিধি জারি হওয়ার পর একাধিকবার তা লঙ্ঘন করেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। ইংল্যান্ড সফরে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টি-২০ ম্যাচে বলে মুখের লালা লাগান বাঁ হাতি পেসার মহম্মদ আমির। সেবারও সতর্ক করে দেন আম্পায়াররা। তারপর গতকাল একই কাণ্ড ঘটালেন ওয়াহাব।

এই ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবোয়ে। ওয়াহাব ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। ১৮.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ৮২ রান করেন অধিনায়ক বাবর আজম। আজ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।