মেলবোর্ন: ক্রিকেটের ইতিহাসে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নতুন নয়। অতীতে বহুবার আম্পায়াররা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এমনই একটি অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার। একটি বল পিচের বাইরে পড়া সত্ত্বেও ওয়াইড দেওয়া হয়নি। আম্পায়ারের এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান দর্শকরা।
ভিক্টোরিয়ার বিরুদ্ধে কুইন্সল্যান্ডের ম্যাচে এই ঘটনা দেখা গিয়েছে। কুইন্সল্যান্ডের লেগস্পিনার মিচেল স্বেপসনের একটি বল পিচের বাইরে পড়ে। কিন্তু সবাইকে অবাক করে আম্পায়ার বলটিকে বৈধ ঘোষণা করেন। এতে দর্শকদের পাশাপাশি ধারাভাষ্যকাররাও ক্ষুব্ধ হন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন।