পোর্ট অফ স্পেন: টি-২০ ক্রিকেটের অন্যতম আকর্ষণ ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। সে আইপিএল-ই হোক বা বিবিএল বা সিপিএল। গেইল এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তাল্লাওয়াহসের হয়ে খেলছেন। টুর্নামেন্টের একটি ম্যাচে ব্যাটিংতাণ্ডবের নমুনা পেশ করলেন তিনি। তাঁর ইনিংসে ভর করেই ট্রিনবাগো নাইট রাইডার্সকে হারাল জামাইকা। নাইট রাইডার্সের জয়ের খুবই প্রয়োজন ছিল। কেননা, গ্রুপ তালিকায় তারা নিচের দিকে রয়েছে। শুরুটা ভালোই করেছিল। ২০ ওভারে ১৯১ রান করে নাইট রাইডার্স। কিন্তু প্রায় একার হাতে নাইটদের হারিয়ে দিলেন গেইল। গেইল-ঝড়ে ভর করে ৭ উইকেটে জিতল জামাইকা। ৫৪ বলে ১০৮ রান করলেন তিনি। মেরেছেন ১১ টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। সিপিএলে এটি তাঁর তৃতীয় শতরান। উল্লেখ্য, ট্রিনবাগো নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।