লন্ডন: ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে প্রাণশক্তির একটি নমুনা দেখা গেল। ডিভিশন ওয়ান ম্যাচে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে এসেক্স খেলতে নেমেছিল। প্রথম ইনিংসে ১৭৪ রানে এগিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন নটিংহ্যামশায়ার দ্বিতীয় ইনিংসে দারুন খেলে এসেক্সের সামনে জয়ের জন্য ৪৪১ রানের লক্ষ্য রাখে।
এই বিশাল লক্ষ্য রাখার ক্ষেত্রে উইকেটরক্ষক ব্যাটসম্যান টম মোরেস উল্লেখযোগ্য ভূমিকা নেন। তিনি ৮০ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও সাতটি ছয়। আসলে ব্যাটিংয়ের সময় এক পায়ে চোট পেয়েছিলেন তিনি। তাই কার্যত এক পায়ে দাঁড়িয়েই ব্যাটিং করেন তিনি। রানার নিয়ে খেলে একের পর এক ছক্কা মারেন তিনি।
ইনিংসের ৭০ তম ওভারে এসেক্সের বোলার সাইমন হার্মারের ওভারে ৩ ছয় ও ২ বাউন্ডারি সহ ছয় বলে মোট ২৭ রান করেন।

দেখুন ভিডিও