কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার একটি টি-২০ লিগের ম্যাচে দারুণ ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়োলেন শ্রীলঙ্কার বোলার ইসুরু উদানা। তিনি বল করার সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা মার্কো মারাইস ক্রিজের বাইরে থাকা অবস্থায় চোট পান। তবে তাঁকে রান আউট করার সুযোগ থাকা সত্ত্বেও পরের বলটি করতে চলে যান উদানা। তাঁর এই আচরণের প্রশংসা করছেন ক্রিকেটপ্রেমীরা।



পার্ল রকের হয়ে এই টি-২০ লিগে খেলছেন উদানা। তিনি যখন নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে বল করছিলেন, তখন জয়ের জন্য সেই দলটির ৮ বলে ২৪ রান দরকার ছিল। সেই সময় উদানার বলে হেইনো কুনের শট মারাইসের হাতে লাগে। তিনি ক্রিজের বাইরে যন্ত্রণায় কাতরাতে থাকেন। উদানা রান আউট করেননি দেখে ক্রিজে ফেরেন মারাইস। তিনি অবশ্য দলকে জেতাতে পারেননি।