মুম্বই: প্রথমবারের জন্য মহিলাদের আইপিএল (WPL 2023)আয়োজিত হতে চলেছে। যার পোশাকি নাম উইমেন্স প্রিমিয়ার লিগ (Womens Premier Leauge)। গতকালই হয়ে গিয়েছে যার নিলাম পর্ব। অন্যান্য দলের মতই মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) নিলামে অংশ নিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি নিলামের দিনে জানিয়েছিলেন, ''মহিলা ক্রিকেটের জন্য বিশেষ দিন।''
নীতা আম্বানি বলেন, ''নিলাম পর্ব বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। কিন্তু এবারের নিলাম অনেক স্পেশাল। তার অন্যতম কারণ, এই প্রথমবার উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হল। তাই এটা একটা ঐতিহাসিক দিন। নাম, টাকার অঙ্ক সবকিছুর ঊর্ধ্বে উঠে এটাই দেখতে ভীষণ ভাল লেগেছে যে মহিলা ক্রিকেটের এত প্রতিভার জন্য সবাই এক হয়েছে ও দিনটিকে সেলিব্রেট করেছে।''
গতকাল উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম পর্বে নীতা আম্বানির সঙ্গে ছিলেন তাঁর ছেলে আকাশ আম্বানি, মাহেলা জয়বর্ধনে (মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স)। এছাড়াও দলের নতুন কোচ চার্লট এডওয়ার্ডস, মেন্টর ও বোলিং কোচ ঝুলন গোস্বামী ও ব্য়াটিং কোচ দেবিকা পালশিক্কার।
খেলাধূলো প্রতি বরাবরই আগ্রহী নীতা আম্বানি। মহিলাদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে বারবার তিনি এগিয়ে এসেছেন ও উদ্বুদ্ধ করেছেন। নিলামের শুরুতেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে দলে নিয়েছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। নীতা আম্বানি বলেন, ''দল হিসেবে আমরা খুব খুশি। যেভাবে পরিকল্পনা করে এসেছিলাম, সেভাবেই দল গুছিয়েছি আমরা। প্রথমেই আমরা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে দলে নিয়ে নিয়েছিলাম। পুরুষ ভারতীয় দলের ক্যাপ্টেনও আইপিএলে আমাদের দলে রয়েছেন। এছাড়াও ন্যাট স্ক্রিভার, পূজা ভাস্ত্রাকার সহ আরও অন্য়ান্য প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের দলে পেয়েছি আমরা।''
আইপিএলের আসন্ন মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ক্যাপ্টেন্সির ১০ বছর পূরণ করবেন রোহিত শর্মা। নীতা আম্বানি ভীষণ উৎফুল্ল টিম ইন্ডিয়ার ২ দলের ক্যাপ্টেনকেই নিজেদের দলে পেয়ে। তিনি বলেন, ''আমি রোহিতের একজন ক্রিকেটার থেকে ক্যাপ্টেন হয়ে ওঠার পথটা দেখেছি। এবার আমরা ১০ বছর পূরণ করেছি রোহিতকে ক্যাপ্টেন হিসেবে পাওয়ার। এবার আমরা হরমনপ্রীতকে মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে স্বাগত জানাচ্ছি।'' ২ জনই যে টি-টোয়েন্টি ফর্ম্যাটের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন তাও মনে করিয়ে দিয়েছেন মুম্বই মালকিন। নীতা আম্বানি বলেন, ''২ জনেই অনেক অভিজ্ঞতা, পেশাদারিত্ব নিয়ে এসেছেন। ২ জনেরই জয়ের খিদে রয়েছে। তাঁরা ২ জনেই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাই আমরা ভীষণ উচ্ছ্বসিত রোহিত ও হরমনপ্রীতকে দলে পেয়ে।''
অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলকে ও সিনিয়র দলকে শুভেচ্ছা জানিয়েছেন মিস আম্বানি। তিনি বলেন, ''আমাদের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। যা গোটা দেশকে গর্বিত করেছে, আনন্দিত করেছে। আমার অনেক অনেক শুভেচ্ছা ওদের জন্য। আমাদের সিনিয়র মহিলা ক্রিকেট দলও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছে।''
নীতা আম্বানিই প্রথম ভারতীয় মহিলা যিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে রয়েছেন। তিনি মনে করেন উইমেন্স প্রিমিয়ার লিগ ভারতের মহিলাদের ক্রীড়াক্ষেত্রে নতুন এক টার্নিং পয়েন্ট হতে পারে। নীতা আম্বানি বলেন, ''ভারতে মহিলাদের জন্য খেলাধূলো একটা টার্নিং পয়েন্ট হতে পারে। সব কমবয়সি মেয়েরা ভাল পারফর্ম করছে। ওদের দেখে গর্ববোধ হয়।''
রিলায়েন্স ফাউন্ডেশন মহিলাক্রীড়ার ক্ষেত্রে বড় সমর্থন জুগিয়ে এসেছে বেশ কয়েক বছর ধরে। মুম্বই ইন্ডিয়ান্স মালকিন মনে করেন যে মেয়েদের ক্রীড়াজগতে সমর্থন করে তিনি নিজেকে গর্বিত বোধ করেন। নীতা আম্বানি বলছেন, ''আমি চাই মেয়েরা আরও শক্তিশালী হয়ে উঠুক। এটা ভেবে সত্যিই ভাল লাগে যে মেয়েদের খেলাধূলো ও ক্রিকেটে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও আমরা প্রচার ও প্রসার করতে পারছি।''
মুম্বই ইন্ডিয়ান্স ও তার ইতিবৃত্ত
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি রয়েছে। তিনটি দেশে তাদের চারটি টি-টোয়েন্টি দল রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি টি-টোয়েন্টি লিগে এমআই এমিরেটস। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউন। ২০২৩ সালেই যে ফ্র্য়াঞ্চাইজির অভিষেক হয়েছে। এবার নতুন সংযোজন উইমেন্স প্রিমিয়ার লিগে নতুন দল। উল্লেখ্য, আগামী মার্চ থেকে শুরু উইমেন্স প্রিমিয়ার লিগ।
গত ১৬ বছরে মুম্বই ইন্ডিয়ান্স অন্যতম ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে সাফল্যের নিরিখে। মোট সাতটি ট্রফি ঘরে তুলেছে তারা। তার মধ্যে ৫বার আইপিএল জয় ও ২টো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়। ব্র্যান্ড ফিনান্স নামে একটি গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুয়েশন এজেন্সি সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সকে AA ব্র্যান্ড স্ট্রেংথ রেটিং দিয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মও ভীষণ শক্তিশালী। প্রায় ৫০ মিলিয়ন সমর্থক রয়েছে এই পরিবারের। ভালবেসে হ্যাসট্যাগ #MIPaltan ব্য়বহার করে থাকেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সমর্থকরা। উচ্চ স্টেকহোল্ডারদের আস্থা, ব্র্যান্ডের বিনিয়োগ, অগনিত ভক্তদের সঙ্গে জড়িয়ে থাকা ও দলীয় পারফরম্যান্সের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স একটি ব্র্যান্ড হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী ক্রিকেটিং ইকোসিস্টেমে আলাদা মাত্রা যোগ করেছে।