নয়াদিল্লি: বাংলাদেশ ২০০০ সালে প্রথম টেস্ট খেলেছিল ভারতের বিরুদ্ধেই। কিন্তু এতদিন ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাননি শাকিব আল হাসান, তামিম ইকবালরা। হায়দরাবাদে আসন্ন টেস্ট ম্যাচটাই ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। অথচ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের মতে, এই টেস্ট মোটেই ঐতিহাসিক নয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার সময়ই তাঁরা বেশি চাপে থাকেন। কারণ, জিম্বাবোয়ের কাছে টেস্টে হার লজ্জাজনক।

টেস্ট ম্যাচ খেলার জন্য এদিনই ভারতে চলে এসেছে বাংলাদেশ। ভারতের মাটিতে পা দেওয়ার পরেই বাংলাদেশের অধিনায়কের হুঙ্কার, ‘ভারতে কী করতে পারি সেটা সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই। কত বছর পরে ভারতের মাটিতে টেস্ট খেলছি সেটা আমি ভাবছি না। আমরা এমন খেলতে চাই যাতে ভারত বারবার আমাদের ডাকে। এই টেস্ট ঐতিহাসিক বলে আমি মনে করি না। জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলার সময়ই বরং চাপ বেশি থাকে। কারণ, জিম্বাবোয়ের কাছে হারের চেয়ে লজ্জাজনক আর কিছু হয় না।’

ভারতীয় দল বেশ কিছুদিন ধরেই টেস্টে এক নম্বরে। টানা ১৮টি টেস্টে অপরাজিত বিরাট কোহলির দল। অন্যদিকে, টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক ফল মোটেই ভাল না। নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টেই হেরে গিয়েছেন শাকিবরা। এই পরিস্থিতিতেও মুশফিকুরের হুঙ্কার বিরাটদের অহংবোধে আঘাত করে কি না, সেদিকেই তাকিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীরা।