কলকাতা: শুক্রবার, ২২ জুলাই অভিনব এক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। সেদিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Ind vs WI)। সেই ম্যাচে ভারতের হয়ে টস করতে যাবেন শিখর ধবন। যিনি এই সিরিজে ভারতের অধিনায়ক। এবং চলতি ক্য়ালেন্ডার বর্ষে ভারতের সপ্তম অধিনায়ক হিসাবে মাঠে নামবেন ধবন।


এক বছরে সাত অধিনায়ক


এই ঘটনা অবশ্য অভিনব নয়। এর আগেও চোট, ঠাসা ক্রীড়়াসূচির কারণে কোনও দলের নিয়মিত অধিনায়ক খেলতে না পারলে অন্য কাউকে কোনও একটি সিরিজের জন্য নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। খারাপ ফর্মের জন্য অধিনায়ক ছাঁটাই করে কাউকে নতুন অধিনায়ক করা হয়েছে, সেই ঘটনাও বেনজির নয়। কিন্তু এক ক্যালেন্ডার বর্ষে সাতজনকে অধিনায়ক করার ঘটনা নজিরবিহীনই।


চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে পিঠের চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর নেতৃত্ব ছাড়েন কোহলি। তাঁর পরিবর্তে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় রোহিতকে। কিন্তু রোহিতের চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেন রাহুল।


এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন রোহিত। কিন্তু আইপিএলের পর রোহিত ও রাহুল দুজনেরই চোট থাকায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হন ঋষভ পন্থ। তারপর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পাণ্ড্য। কার্যত একই সময়ে হওয়া এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রোহিত ফের নেতৃত্বে ফেরেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়ায় অধিনায়কত্ব করবেন শিখর ধবন।


শ্রীলঙ্কাও পিছিয়ে নেই


এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন সাতজন। অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চাণ্ডিমল, উপুল থরঙ্গা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদেরা ও থিসারা পেরেরা সেই বছর বিভিন্ন সময়ে দলকে নেতৃত্ব দেন।


জিম্বাবোয়ের ৬ অধিনায়ক


সাল ২০০১। হিথ স্ট্রিকের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জেতে জিম্বাবোয়ে। এরপরই বোর্ডের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি সরে দাঁড়ান। সে বছর জিম্বাবোয়েকে নেতৃত্ব দেন গ্র্যান্ট ফ্লাওয়ার, গাই হুইটল, ব্রায়ান মারফি, অ্যালেস্টেয়ার ক্যাম্পবেল ও স্টুয়ার্ট কার্লাইল।


ইংরেজ শিবিরেও অধিনায়ক বদল


সাল ২০১১। সেবার ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ৬ জন। অ্যান্ড্রু স্ট্রস, পল কলিংউড, অ্যালেস্টেয়ার কুক, স্টুয়ার্ট ব্রড, অইন মর্গ্যান ও গ্রেম সোয়ান।


অজি শিবিরে ডামাডোল


অস্ট্রেলিয়া ক্রিকেটও এক মরসুমে একাধিক অধিনায়ক দেখেছে। গত বছর ভারতের কাছে সিরিজ হেরে নেতৃত্ব ছাড়েন টিম পেইন। তারপর অস্ট্রেলিয়াকে সেই বছরই নেতৃত্ব দেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারি ও ম্যাথু ওয়েড।


আরও পড়ুন: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে