নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বে সবথেকে সফল দেশ ভারত। ৭ বার ফাইনাল খেলা এবং তার মধ্যে ৪ বার বিশ্বকাপ জয়ের একমাত্র নজির রয়েছে ভারতীয় দলেরই। চলতি বিশ্বকাপে যশস্বী জয়সবালের ভারত বিশ্বকাপ জিতলে তা হবে সর্বকালীন রেকর্ড। এখনও পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে অস্ট্রেলিয়ার। আর ফুটবলে এই নজির রয়েছে কেবল ব্রাজিলের। এবার মেন ইন ব্লুদের কাছেও সেই সুযোগ রয়েছে।


আরও পড়ুন - নিউজিল্যান্ডকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ, রবিবার সামনে ভারত


তবু কেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করে না ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিসিআই? কারণ, যে পরিমাণ ব্যয় সেই অনুযায়ী মুনাফা নেই। যদিও এই কারণ মানতে নারাজ বোর্ড। প্রাক্তন বোর্ড কর্তা অনিরুদ্ধ চৌধুরী যেমন বলছেন, কেন ভারতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন করা হয় না, এই প্রশ্ন আইসিসিকে করা উচিত। আইসিসি-ই বলতে পারবে ক্রিকেটের প্রচারে তারা কোথায় কীভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে চায়। তাঁর দাবি, বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে অনেক টাকা খরচ করে। এতে মুনাফা হয় না। সেদিক থেকে দেখলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন না করার ক্ষেত্রে মুনাফার বিষয়টিকে একমাত্র কারণ বলা যায় না। বোর্ডের প্রাক্তন কোষাধক্ষ্যের মতে, অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে ভারতের উদাসীনতার থেকেও যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হল আইসিসি-র সদিচ্ছা।


আরও পড়ুন - আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমি-ফাইনাল: যশস্বীর শতরান, পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত


একই মত প্রাক্তন বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহেরও। “আমরা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের পরিপন্থী নই। সেরকম অর্থলাভ হয় না, সেটাও কারণ নয়।  আমাদের ছেলেরা দেশের বাইরে বিভিন্ন পরিস্থিতিতে খেলছে এবং জিতছে এটা তাঁদের পক্ষেই ভাল। এই অভিজ্ঞতা তাঁদের উন্নতির সহায়ক”। অন্যদিকে, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে খেলার প্রচার চালাচ্ছে বলেও দাবি করেছেন শাহ।