আমদাবাদঃ গত বছর পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি দলের। ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার (Womens Premier League) লিগে ৮ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত (Gujrat Titans)। তাই গত বছরের পারফরম্যান্সের কথা ভেবে এবার নতুন মরসুমে ২০২৪ সালে দল নামানোর আগেই প্রায় অর্ধেক প্লেয়ারদের ছেড়ে দিল গুজরাত। ভারতের হরলীন দেওল, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার ও দক্ষিণ আফ্রিকার লউরা উলভার্তকে একমাত্র দলে রেখে দিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর অনুযায়ী গুজরাত তাদের দলে থাকা তারকা বিদেশি প্লেয়ার সোফি ডানকলি, অ্যানাবেল সাদারল্যান্ড, জিওর্জিয়া ওয়ারহ্যাম, কিম গার্থএর মত প্লেয়ারকে নতুন মরসুম শুরুর আগেই ছেড়ে দিয়েছে। 


 


দলে রেখে দেওয়া হয়েছে যাঁদের


বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, হরলীন দেওল, স্নেহ রানা, তনুজা কনওয়ার, লউরা উলভার্ত


ছেড়ে দেওয়া হল যাঁদের


সোফি ডানকলি, অ্যানাবেল সাদারল্যান্ড, জিওর্জিয়া ওয়ারহ্যাম, কিম গার্থ, হার্লি গালা, অশ্বিনি কুমারী, মানসী জোশী, মনিকা পটেল, পারুনিকা সিসোনিয়া, সাব্বেনেনি মেঘনা, সুশমা ভার্মা


 






এই গুজরাত টাইটান্স দলের মেন্টর নিয়োগ করা হয়েছিল মিতালি রাজকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২২ সালে। মহিলাদের ক্রিকেটে ব্যাটারদের একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন। তবে এই নতুন ভূমিকার মধ্যে দিয়ে ফের মাঠে নেমেছেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন এবার মহিলাদের আইপিএলে মাঠে নেমেছিলেন। গুজরাত টাইটান্সের মহিলা আইপিএল দলের জার্সি গায়ে দেখা গিয়েছে মিতালিকে। তবে ক্রিকেটার হিসেবে নয়। দলের মেন্টর হিসেবে দেখা গিয়েছে মিতালিকে। উল্লেখ্য়, গত মার্চে শুরু হয়েছিল মহিলাদের আইপিএলের প্রথম মরসুম।


নিজেদের প্রথম বছরেই পুরুষদের আইপিএলে খেতাব জিতে নিয়েছে গুজরাত টাইটান্স। এবার মহিলাদের আইপিএলও দল কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি। গুজরাত ফ্র্যাঞ্চাইজির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির যোগ দেওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছিলেন, ''নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল। আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হলে, উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।''