নয়াদিল্লি: চাপের মুখে লড়াকু ইনিংস খেললেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। ম্যাচের শেষেও তাঁর ৬০ বলে ৮৮ রানের ইনিংস নিয়েই আলোচনা চলল। তবু বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তারকা জেতাতে পারলেন না ইউপি ওয়ারিয়র্সকে। ডব্লিউপিএলে (WPL) ৮ রানে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিল গুজরাত জায়ান্টস।


১৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ৪/৩ এবং আর একটু পরে ৩৫/৫ হয়ে গিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। মনে করা হচ্ছিল, সেখান থেকে গুজরাত জায়ান্টসের ম্যাচ জেতা সময়ের অপেক্ষা। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন দীপ্তি। ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন তিনি। পুণম খেমনারের সঙ্গে অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ১০৯ রান যোগ করেন দীপ্তি। অপরাজিত ৮৮ রান করার ফাঁকে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। তবু শেষরক্ষা হল না।


১৮তম ওভারে মাত্র তিন রান দিয়ে গুজরাত জায়ান্টসকে লড়াইয়ে ফেরান মেঘনা সিংহ। ১৯তম ওভারে ১৪ রান দেন তনুজা কানওয়ার। শেষ ওভারে বল করতে আসেন মেঘনা সিংহ। ম্যাচ জেতার জন্য ২৬ রান দরকার ছিল ইউপি ওয়ারিয়র্সের। প্রথম বলটিই ওয়াইড হয়। তার পরের বলেই ছক্কা মারেন দীপ্তি। চতুর্থ বলেও ছয় মারেন। সেই ওভারে মোট ১৭ রান তোলে ইউপি ওয়ারিয়র্স। ৮ রানে ম্যাচ জিতে নেয় গুজরাত জায়ান্টস।


এই জয়ের ফলে প্লে অফের দৌড়ে রইল গুজরাত জায়ান্টস। তবে ইউপি ওয়ারিয়র্সের প্লে অফের আশা কার্যত শেষ। এখন শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও।


 






ম্যাচের শেষে হতাশ দীপ্তি। তাঁর নিজের ইনিংস নিয়ে উচ্ছ্বাসও নেই। বলেছেন, 'আমি পরাজিত দলের সদস্য আর সেই কারণে মোটেও খুশি নই। আমরা শেষ ওভারে অনেক রান খরচ করেছি আর সেটাই আমাদের ম্যাচ হারিয়েছে। ব্যাটিংয়ের সময় নিজের মানসিকতা বদলে ফেলেছিলাম। ইতিবাচক ক্রিকেট খেলতে চেয়েছিলাম। আলগা বলের অপেক্ষায় ছিলাম।' মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শবনম শাকিল।


আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে