নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত করে ফেলার পরেও তাঁকে খালি হাতে দেশে ফিরতে হয়েছিল। ফাইনালের আগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছিল ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগতকে (Vinesh Phogat)। যে ঘটনার পর কুস্তিকে বিদায় জানানোর কথা জানিয়েছিলেন বিনেশ।           


এবার কি তবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিনেশ ফোগত? জল্পনা তুঙ্গে। কারণ বুধবার বিনেশ ও সতীর্থ কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া রাহুল গাঁধীর সঙ্গে দেখা করলেন। তারপর থেকে গুঞ্জন, কংগ্রেসের টিকিটে হরিয়ানায় ভোটে লড়তে পারেন দুই পালোয়ান।


শোনা যাচ্ছে, হরিয়ানার জুলানা আসন থেকে লড়তে পারেন কুস্তিগীর বিনেশ। বদলি আসন থেকে লড়াই করতে পারেন আঅর এক কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া। কংগ্রেসের টিকিটেই তাঁদের ভোটে লড়ার কথা হচ্ছে। আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটে তাঁরা এবার সরাসরি লড়াই করতে পারেন বলেই খবর। শীঘ্রই কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে নামগুলি ঘোষণা করতে পারে।            


কংগ্রেসের তরফে বলা হয়েছে, কারা প্রার্থী হবেন, সেই নামগুলি শীঘ্রই ঘোষণা করা হতে পারে। তবে সূত্রের খবর, বজরঙ্গ পুনিয়া ও বিনেশ ফোগত নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন। বুধবার রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন দুই পালোয়ান। এও শোনা যাচ্ছে যে, বিনেশ ও বজরঙ্গ - কংগ্রেস ক্ষমতায় এলে দুই পালোয়ানই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।           


 






বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর প্রতিবাদী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন বিনেশ ও বজরঙ্গ।                 


 






আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা