রাঁচি: তাঁর বাইক প্রেমের কথা সর্বজনবিদিত। রাঁচির রিং রোডে তাঁর বাইক ও গাড়ির গ্যারাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করেছিলেন বেঙ্কটেশ প্রসাদ। যা বেশ তাক লাগিয়ে দিয়েছিল। ভিডিওটি পোস্ট করার সময় বিস্মিত গলায় প্রসাদ বলেছিলেন, এটা কারও বাড়ি না বাইকের শো রুম?


সেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বাইকে চাপার সৌভাগ্য হল ঝাড়খন্ডের এক তরুণ ক্রিকেটারের। আর যে সে বাইক নয়, ধোনির অত্যন্ত প্রিয় ইয়ামাহা আরডি ৩৫০-এ লিফট পেলেন ওই তরুণ। (MS Dhoni Viral) 


কেন এই বাইকটি এত স্পেশ্যাল? কারণ, ধোনির কেনা প্রথম বাইক এটি। তখন সবে ক্রিকেট খেলে স্ট্রাইপেন্ড হিসাবে সামান্য টাকা রোজগার করতে শুরু করেছেন ধোনি। তিনি সন্ধান পান, একটি ইয়ামাহা আরডি ৩৫০ বাইক বিক্রি হচ্ছে। সেকেন্ড হ্যান্ড। সেই সময় ইয়ামাহার এই মডেলের বাইক বেশ জনপ্রিয় ছিল। ধোনি সঞ্চিত অর্থে বাইকটি কিনে নেন। তারপর থেকে এখনও অবধি সেই বাইকটি যত্নে রেখেছেন তিনি।


ধোনির বায়োপিক 'এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি'-তেও দেখানো হয় বাইকটি। ধোনি নিজে বাইক মেরামতির কাজও শিখে নিয়েছিলেন। তাঁর ঘনিষ্ঠরা বলেন, সার্ভিসিং থেকে শুরু করে মেরামতি, খুঁটিনাটি জানেন ধোনি। তাঁর গ্যারাজে সমস্ত সরঞ্জামও কিনে রেখেছেন তিনি। সময় পেলেই গ্যারাজে গিয়ে সময় কাটান। সুপার বাইকের দুরন্ত সংগ্রহ রয়েছে ক্যাপ্টেন কুলের। 


 






ঝাড়খন্ডের এক তরুণ ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, রাঁচির মাঠে প্র্যাক্টিস করছেন ধোনি। তারপরই দেখা যায়, ধোনির বাইকের পিছনে বসে সেই যুবক। ধোনি বাইক চালাতে মগ্ন। মাথায় হেলমেট, বুকের কাছে নেওয়া কিট ব্যাগ। ধোনির বাইকের পিছনে বসে সেলফি মোডে ভিডিওটির দ্বিতীয় অংশ শ্যুট করেছেন ঝাড়খন্ডের ওই উঠতি ক্রিকেটার। যা দেখে সকলে বলাবলি করছেন, সৌভাগ্যবান না হলে এই সুযোগ কেউ পায় না।


২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইনিং শট নিয়েছিলেন ধোনি। ছক্কা মেরে ম্যাচ জেতান। তাঁর সেই বিখ্যাত শটকে অমর করে রাখার উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির ম্যাচ জেতানো ছক্কা আছড়ে পড়েছিল যে দুটি আসনের ওপর, সেই দুটি সিট নিলামে তুলছে এমসিএ। আসন্ন বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখার জন্য বিশেষ ওই দুটি সিট নিলাম করবে মুম্বই ক্রিকেট সংস্থা।


মনে করা হচ্ছে, এই দুই সিট নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে যাবে। কারণ, ধোনির ওই ছক্কা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। চড়া দামে দুটি সিট বিকোবে বলেই মনে করা হচ্ছে।


চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল (IPL) খেলতে এসে ধোনি স্বয়ং পরে এই দুই সিট দেখে গিয়েছিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা ধোনিকে ওই দুটি সিট দেখিয়েছিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমল কালে জানিয়েছেন, এই দুটি সিটের নামকরণ করা হবে মহেন্দ্র সিংহ ধোনির নামে।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial