হারারে: টানা পাঁচ বছর পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৪ সাল থেকে ২০১৯। এবার সেই গ্রান্ট ফ্লাওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন। জিম্বাবোয়ের কিংবদন্তি ব্যাটসম্যান জানালেন, পাক ব্যাটিং কোচ থাকাকালীন তাঁর অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। ছুরি নিয়ে তাঁর গলায় ধরেছিলেন এক পাক ক্রিকেটার।
কে সেই পাকিস্তানের ক্রিকেটার? প্রাক্তন পাক ব্যাটিং কোচ জানিয়েছেন, পাক ড্রেসিংরুমে কয়েকজন বেপরোয়া ছিলেন। তাদের মধ্যেই একজন ইউনিস খান। এক ক্রিকেট পডকাস্ট-এ গ্রান্ট ফ্লাওয়ার বলছিলেন, একবার তাঁর দল নির্বাচনে এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন ইউনিস খান যে ছুরি নিয়ে তেড়ে এসেছিলেন। পরে মীমাংসা করে দেন কোচ মিকি আর্থার।
“ইউনিস খান একজন কঠিন চরিত্রের ব্যক্তি। দারুণ কেরিয়ার। ব্রিসবেনের একটা ঘটনার কথা মনে পড়ছে। সেই সময়ে ব্রেকফাস্ট টেবিলে ব্যাটিং নিয়ে কিছু একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। হয়ত ওর কেরিয়ারের কাছে আমার আন্তর্জাতিক পরিসংখ্যান কিছুই নয়। ও পাকিস্তানের টেস্টে সর্বোচ্চ রানের অধিকারী। তবে ও আমার পরামর্শ ভালোভাবে নেয়নি। ছুরি নিয়ে আমার দিকে তেড়ে আসে। গলায় চেপে ধরে। মিকি আর্থার আমার পাশেই বসে ছিলেন। উনি শেষ পর্যন্ত থামান।“
অস্ট্রেলিয়া সফরে সেবার ইউনিস খান ব্রিসবেনের প্রথম টেস্টে শুন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান ৬৫। তবে সিডনিতে তিনি ১৭৫ করেছিলেন। পাকিস্তানের অন্য এক তারকা আহমেদ শেহজাদকে নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ফ্লাওয়ার। তিনি বলেন, “শেহজাদ দারুন দক্ষ ব্যাটসম্যান। তবে ও একটু বিদ্রোহী প্রকৃতির। প্রত্যেক স্কোয়াডেই এমন ক্রিকেটাররা থাকেন। তবে এদের কেউ দারুণ সাফল্য পায়, কেউ পায় না।”
এখন শ্রীলঙ্কা কোচিং দলের সদস্য গ্রান্ট ফ্লাওয়ার। ঘটনাচক্রে, চলতি বছরের শুরুতেই ইউনিস খান পাক দলের ব্যাটিং কোচ নিযুক্ত হন।
ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়ায় গলায় ছুরি ধরেছিল ইউনিস খান, চাঞ্চল্যকর অভিযোগ গ্রান্ট ফ্লাওয়ারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2020 09:53 AM (IST)
এখন শ্রীলঙ্কা কোচিং দলের সদস্য গ্রান্ট ফ্লাওয়ার। ঘটনাচক্রে, চলতি বছরের শুরুতেই ইউনিস খান পাক দলের ব্যাটিং কোচ নিযুক্ত হন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -