টরন্টো: বকেয়া ম্যাচ ফি-র দাবিতে যুবরাজ সিংহ, জর্জ বেইলিরা মাঠে যেতে অস্বীকার করায় কানাডায় চলতি গ্লোবাল লিগ টি-২০ প্রতিযোগিতায় টরন্টো ন্যাশনালসের বিরুদ্ধে মন্ট্রিল টাইগার্সের ম্যাচ প্রায় দু’ঘণ্টা দেরিতে শুরু হল। ক্রিকেটাররা হোটেল থেকে মাঠে যাওয়ার বাসে উঠতে রাজি হচ্ছিলেন না। শেষপর্যন্ত আয়োজক ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা ক্রিকেটারদের বুঝিয়ে মাঠে নিয়ে যান।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘খেলোয়াড়, আয়োজক ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে পদ্ধতিগত সমস্যার জন্য মন্ট্রিল টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের ম্যাচ বিলম্বিত হয়। সবপক্ষ বৈঠকের মাধ্যমে সমস্যা মেটায়।’
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু টরন্টো ন্যাশনালস বা মন্ট্রিল টাইগার্সই নয়, অন্য দলের ক্রিকেটাররাও ম্যাচ ফি না পাওয়ায় ক্ষুব্ধ। তাঁরাও বকেয়া অর্থ না পেলে প্লে-অফের ম্যাচ না খেলার হুঁশিয়ারি দিয়েছেন।
বকেয়া ম্যাচ ফি-র দাবিতে মাঠে যেতে অস্বীকার যুবরাজদের, গ্লোবাল লিগ টি-২০-র ম্যাচে বিলম্ব
Web Desk, ABP Ananda
Updated at:
08 Aug 2019 05:36 PM (IST)
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু টরন্টো ন্যাশনালস বা মন্ট্রিল টাইগার্সই নয়, অন্য দলের ক্রিকেটাররাও ম্যাচ ফি না পাওয়ায় ক্ষুব্ধ।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -