Air Conditioner: মার্চেই যে হারে তাপমাত্রা বাড়ছে, অনেকেই হয়তো গরমের মরসুম সেভাবে শুরুর আগেই এসি (AC) কিনে ফেলেছেন বা কেনার পরিকল্পনা করছেন। এয়ার কন্ডিশনিং ডিভাইস অনেক সময়েই সঠিক ভাবে কাজ করে না। নানা কারণে সমস্যা দেখা দিতে পারে। হয়তো ঠিকভাবে ঠান্ডা হয় না ঘর। তাপমাত্রা কমালেও সেভাবে ঘর ঠান্ডা না হলে চিন্তার কোনও কারণ নেই। এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনার এসি মেশিনে। একনজরে দেখে নিন ঠিক কী কী সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কী করণীয়।


এয়ার ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন


ভারতে ৬ মাসের বেশি সময় ধরে টানা এসি ব্যবহার করলেই মেশিনের মধ্যে থাকা এয়ার ফিল্টারে ধুলো, ময়লা জমে তা কার্যত জ্যাম হয়ে যায়। এর ফলে ঠান্ডা বাতাসের স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে সহজে ঘর ঠান্ডা হতে চায় না। তাপমাত্রা কমিয়ে রাখলেও অনেক সময় লাগে ঘর ঠান্ডা হতে। সেই সঙ্গে আবার ইলেকট্রিক খরচও অতিরিক্ত হয়। তাই যদি দেখেন এসি চালিয়েও ভালভাবে ঘর ঠান্ডা হচ্ছে না তাহলে অবশ্যই একবার এয়ার ফিল্টারের অবস্থা দেখে নেবেন। এই ফিল্টার শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা যায়। ভেজা কাপড়ও নিতে পারেন। সরাসরি কলের তলায় রেখে জল দিয়েও পরিষ্কার করতে পারেন। নিয়মিত সময়ান্তরে এয়ার ফিল্টার পরিষ্কার করলে আপনার এসি মেশিনের মেয়াদ এবং কর্মক্ষমতা বাড়বে।


কনডেনসার কয়েল পরিষ্কার রাখতে হবে


এসি মেশিনের বাইরের অংশে থাকে এই কনডেনসার কয়েল। যেহেতু বাইরের অংশে থাকে তাই এখানে খুব সহজেই ধুলো ময়লা জমে যেতে পারে। এমনকি পাখির বাসাও হতে পারে এই অংশে। এর ফলে সঠিক ভাবে তাপ নিঃসরণ করতে পারে না এই যন্ত্রাংশ। সেই কারণেই এসি মেশিনও সঠিক সময়ে সঠিক ভাবে ঘর ঠান্ডা করতে পারে না। নরম কোনও ব্রাশ দিয়ে এই কয়েল পরিষ্কার করতে। জলের ছিটে দিয়ে ময়লা, ধুলো পরিষ্কার করতে হবে। পাখি যাতে বাসা করতে না পারে সেইজন্য চারপাশে লাগাতে পারেন জাল। 


এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস নজরে রাখুন


যদি আচমকাই আপনার এসি মেশিন কাজ করা বন্ধ করে দেয় তাহলে সবার আগে এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস দেখে নেওয়া প্রয়োজন। এই থার্মোস্ট্যাট সেটিংস আপনাকে ঘরের তাপমাত্রা সেট করতে এবং এসি অন/অফ করতে সাহায্য করবে। সঠিক তাপমাত্রায় এই থার্মোস্ট্যাট সেটিংস সেট করতে হবে। কারণ তাহলেই ঠিকভাবে কাজ করবে এসি মেশিন। অটো মোডে থাকলে আপনাকে বারবার সেট করতে হবে না। যদি একান্তই থার্মোস্ট্যাট কাজ না করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


এসি'র মোটরেও খেয়াল রাখুন


অনেকেই এসি চালানোর পর বারবার তাপমাত্রা কমানো, বাড়ানো করতে থাকেন। এর ফলে যেমন রিমোটের অত্যধিক ব্যবহার হয়, তেমনই চাপ পড়ে এসি মেশিনের মোটরেও। ফলে এই অভ্যাস থাকলে দ্রুত এসি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসি মোটরে সমস্যা হলে সরাসরি যে কোম্পানির ডিভাইস তাদের সঙ্গে যোগাযোগ করাই মঙ্গলের। 


একনজরে দেখে নিন কম্প্রেসরও


এসি মেশিনের কম্প্রেসর খারাপ হলেও ঘর ঠান্ডা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কারণ এসি'র অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই কম্প্রেসর। তাই এই অংশে সমস্যা দেখা দিলে এসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কম্প্রেসর বদলে নিন। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের হাতে আসতে চলেছে আরও ক্ষমতা, কী কী করতে পারবেন তাঁরা?