Layoffs: বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মীছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া। সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে মেটা। এই সংস্থা জানিয়েছে, চলতি বছর এপ্রিল এবং মে মাসে কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে তারা। এর পাশাপাশি অ্যাকসেঞ্চার সংস্থাও জানিয়েছে ১৮ মাসের মধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এছাড়াও অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছে তারা এখনও বেশ কিছু বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই পর্যায়ের ছাঁটাইয়ের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে মেটা, অ্যামাজন এবং অ্যাকসেঞ্চার থেকে ফের ব্যাপক হারে কর্মী ছাঁটাই হবে।
মেটা সংস্থায় কর্মী ছাঁটাই
মেটা কর্তৃপক্ষ প্রথম কর্মী ছাঁটাই করেছিল গতবছর নভেম্বর মাসে। সেই সময় প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এরপর চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে মোট ২১ হাজার কর্মী ছাঁটাই হয়েছে মেটা থেকে। এবার তৃতীয় দফার ছাঁটাই পর্বে চার হাজারের বেশি কর্মী চাকরি খোয়াতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এপ্রিল মাসে যে মেটায় তৃতীয় দফায় কর্মী ছাঁটাই হতে চলেছে সেই বার্তা ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।
অ্যাকসেঞ্চারে কর্মী ছাঁটাই
একধাক্কায় ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছে এই তথ্য-প্রযুক্তি সংস্থা। এবার শোনা গিয়েছে, নতুন কর্মীদের নিয়োগের বিষয়টিও পিছিয়ে দেবে অ্যাকসেঞ্চার কর্তৃপক্ষ। প্রায় একবছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে নতুন কর্মীদের নিয়োগ প্রক্রিয়া। আপাতত কোম্পানির ব্যবসার জন্য নতুন কর্মী নিয়োগের প্রয়োজন নেই। সেই কারণেই নতুন নিয়োগের ব্যাপারটি পিছিয়ে দিতে চলেছে কর্তৃপক্ষ। ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে।
অ্যামাজনে কর্মী ছাঁটাই
গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া শুরু হয়েছিল অ্যামাজনে (Amazon)। প্রথম দফায় একধাক্কায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল অ্যামাজন কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় ৯০০০- এর বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন সংস্থা। প্রথম দফায় মূলত কর্মী ছাঁটাই হয়েছিল রিটেল, ডিভাইস, রিক্রুটিং এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। এর পরের পর্যায়ে কর্মী ছাঁটাই করা হবে ads business, cloud computing, Twitch livestreaming এবং এইচআর টিম থেকে, এমনটাই জানা গিয়েছিল। সম্প্রতি শোনা গিয়েছে, এই পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন সংস্থা। বিজ্ঞাপন বিভাগ থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই বিভাগ থেকে যে ছাঁটাই করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল ইন্টারনাল মেমো-তে।