Bluetooth Earphone: আপনি কি চার্জেবল ব্লুটুথ ইয়ারফোন (Bluetooth Earphone) ব্যবহার করেন? তাহলে আপনার জন্য সুখবর এনেছে Adidas সংস্থা। এই সংস্থা এমন এক ব্লুটুথ ইয়ারফোন তৈরি করেছে যা সোলার পাওয়ার (Solar Power) অর্থাৎ সৌরশক্তির সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। এর পাশাপাশি বলা হচ্ছে, ইউজারের ঘরের লাইটের (Bedroom Light) সাহায্যেও নাকি এই ব্লুটুথ ইয়ারফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। আসলে এই ইয়ারফোনে রয়েছে রিসাইকেল করা প্লাস্টিকের হেডব্যান্ড। এর মধ্যে রয়েছে ইন-বিল্ট সোলার সেল, যা যেকোনও প্রাকৃতিক এবং কৃত্রিম আলোকে ব্যাটারি লাইফে রূপান্তরিত করতে পারে।


যাঁরা ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করেন, অনেকসময়েই হেডফোনের চার্জ নিয়ে তাঁদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে রাস্তাঘাটে চার্জ শেষ হয়ে গেলে মুশকিল। দরকারের সময় আর কাজই করবে না ব্লুটুথ ইয়ারফোন। সেই জন্য এই বিশেষ ধরনের চার্জেবল ইয়ারফোন তৈরি করেছে Adidas সংস্থা। তাদের দাবি, ইউজারদের অ্যাক্টিভ লাইফস্টাইল যাতে সাবলীল ভাবে সচল থাকে সেইজন্যই এই ব্লুটুথ ইয়ারফোনে বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। Adidas কোম্পানির দাবি অন্ধকারের মধ্যে এই ব্লুটুথ ইয়ারফোনে প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত সঞ্চিত প্লেটাইম পাওয়া সম্ভব। Exeger- এর Powerfoyle প্রযুক্তি রয়েছে Adidas- এর 'RPT-02 SOL ব্লুটুথ ইয়ারফোনে। এই প্রযুক্তির সাহায্যে ইউজাররা নিজেদের শোনার অভিজ্ঞতা সাবলীল করতে পারেন Jog নিয়ন্ত্রণের মাধ্যমে। এর পাশাপাশি innovative light indicator- এর মাধ্যমে সবচেয়ে ভাল আলো খুঁজে পেতেও সাহায্য হবে ইউজারদের।


এই নতুন ইয়ারফোন একটি IPX4 রেটেড ডিভাইস। ওয়ার্কআউট করার সময় অনায়াসেই ব্যবহার করা যাবে এই ব্লুটুথ ইয়ারফোন। কারণ এই ইয়ারফোন একটি সোয়েট প্রুফ ডিভাইস। অর্থাৎ ঘামের থেকে এই ইয়ারফোনের কোনও ক্ষতি হবে না। নতুন এই হেডফোনে রিমুভেবল এবং ওয়াশেবল পার্ট বা অংশ যুক্ত রয়েছে ইনার হেডব্যান্ড এবং ইয়ার কুশনে। এছাড়াও এই ইয়ারফোনে রয়েছে রিসাইকেল প্লাস্টিক এবং নাইলনের কম্বিনেশন। একটি রিপোর্টে বলা হয়েছে যে এই ব্লুটুথ ইয়ারফোনে সোলার সেল ম্যাটেরিয়ালগুলি প্লাস্টিকের উপর স্ক্রিন প্রিন্ট করা থাকতে পারে। এর ফলে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। Adidas- এর এই দুর্দান্ত ফিচার সম্পন্ন ইয়ারফোনের দাম ভারতে কত হতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। বলা ভাল ভারতে এই ইয়ারফোন পাওয়া যাবে কিনা সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইয়ারফোন লঞ্চ হয়েছে। 


আরও পড়ুন- বাড়ি বসে মাত্র ১০ মিনিটে হাতে পাবেন প্রিন্ট আউট, Blinkit- এর নতুন চমক