2022 Most Searched: বছর শেষ হতে আর কিছুদিন। ইতিমধ্যেই চলতি বছরের সবথেকে বেশি সার্চ তালিকা প্রকাশ করেছে গুগল। ২০২২ সালের তথ্য বলছে, সার্চ লিস্টে সবার ওপরে রয়েছে ইন্ডিযান আর্মির 'অগ্নিপথ' স্কিমের নাম। যেখানে 'অগ্নিপথ স্কিম কী' তা জানতে চেয়েছেন কৌতূহলীরা এর পরে রয়েছে NATO, NFT ও PFI-এর মতো বিষয়গুলি।


Google Most Searched: অগ্নিপথ ছাড়া আরও কী রয়েছে সার্চে ?
তবে এই প্রথমবার নয়, গুগল প্রতি বছর সার্চ লিস্ট প্রকাশ করে। যেখানে গুগল মোট নয়টি বিভাগে এই তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে What is, How to,Movie, Near me, Sports events, Pupil, News events ছাড়াও Recipes রয়েছে। এর মধ্যে অগ্নিপথের বিষয়কে 'What is'ক্যাটাগরির শীর্ষে রাখা হয়েছে। 'How to' বিভাগে শীর্ষ-10 তালিকায় রয়েছে অগ্নিপথ স্কিম, NATO, NFT, PFI, সারোগেসি, সূর্যগ্রহণ, ধারা 370, মেটাভার্স ও মায়োসাইটিস।


অগ্নিপথ প্রকল্প কী ?


ভারতীয় সেনাবাহিনীতে যুবকদের নিয়োগ করতে অগ্নিপথ প্রকল্প শুরু হয়েছে। এটি একটি সরকারি প্রকল্প, যার মাধ্যমে অগ্নিবীর পদে আবেদনকারীদের নিয়োগ করা হবে। এই স্কিমের মাধ্যমে কেবল ভারতীয় সেনাবাহিনীতে নয়, বিমান বাহিনী ও ভারতীয় নৌবাহিনীতেও নিয়োগ হচ্ছে। তবে এই নিয়োগ কেবল চার বছরের জন্য করছে কর্তৃপক্ষ। ৪ বছর পর এই অগ্নিবীর স্কিমের থেকে মাত্র ২৫ শতাংশ যুবককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। গত ১৪ জুন কেন্দ্র এই নতুন প্রকল্পের ঘোষণা করে।


যারা অগ্নিপথ প্রকল্পের যোগ্য


এই স্কিমের অধীনে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৭.৫ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স ২৩ বছর। এছাড়াও, আবেদনকারীকে ৪৫ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া সব বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে। যদি আবেদনকারী শারীরিকভাবে মানদণ্ড পূরণ করেন, তবেই তিনি এই প্রকল্পের অধীনে যোগ্য।


কীভাবে আবেদন করতে হবে


আবেদনকারীরা ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের অধীনে আবেদন করতে পারেন। এখানে আবেদনপত্র দেওয়া হয়, যাতে সব তথ্য পূরণ করে আবেদন করা যাবে।


বেতন কত হবে


অগ্নিবীর প্রকল্পে নিয়োগপ্রাপ্ত যুবকদের বেতন প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে থেকে ৯ হাজার টাকা কেটে সার্ভিস ফান্ডে জমা দেওয়া হয়। ৪ বছর চাকরির পর এই টাকা তাদের ফেরত দেওয়া হবে।


সর্বাধিক সার্চের তালিকায় গুগলে আর কী আছে?


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। এছাড়াও কীভাবে টিকা রেজিস্ট্রেশন ডাউনলোড করতে হয় তাও প্রচুরবার খোঁজা হয়েছে। এর সঙ্গে লতা মঙ্গেস্করের মৃত্যু, সিধু মুসেওয়ালা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইউপি নির্বাচন ও ভারতে COVID-19 কেসের মতো বিষয়গুলিও অনুসন্ধান করা হয়েছে গুগলে।


আরও পড়ুন : BSNL 5G: এবার আসছে বিএসএনএল ৫জি, ৫ মাসেই হবে কাজ