Amazon Processing Fee: আমাজনে কেনাকাটা করতে গেলে এবার দিতে হবে বাড়তি টাকা, বেড়ে যাবে খরচ। এই ই-কমার্স জায়ান্ট (Amazon) এবার চালু করল প্রসেসিং ফি। এমনকী আমাজন প্রাইম মেম্বারদেরও এই বাড়তি প্রসেসিং ফি দিতে হবে। আগামী শুক্রবার থেকেই এই প্রসেসিং ফি চালু হয়ে যাবে সমস্ত ব্যবহারকারীদের জন্য। আর এই ফি হল অ-ফেরতযোগ্য, কোনও অর্ডার রিটার্ন বা বাতিল হলেও এই ফি একবার জমা দিলে আর আপনি ফেরত পাবেন না।
তবে যে কোনও কেনা-কাটার উপরে এই ৪৯ টাকার ফি ধার্য হবে না। যখন কোনও গ্রাহক ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে ৫০০ টাকা বা তাঁর বেশি ছাড়ের সুযোগ নেবেন, তখন এই প্রসেসিং ফি ধার্য করা হবে গ্রাহকদের উপরে। এমনটাই জানিয়েছে আমাজন। আর এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টের সঙ্গে এক গোত্রে আসতে চাইছে আমাজন।। ফ্লিপকার্টে আগে থেকেই প্রসেসিং ফি চাপানো হয়ে থাকে। আমাজনের মতে, এই ফি ধার্য করা হয়েছে প্ল্যাটফর্মে ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়ার জন্য যাতে সংস্থা এগিগেশন, ম্যানেজমেন্ট, প্রসেসিং করার খরচ মেটাতে পারে।
আর এর ফলে এখন থেকে ব্যাঙ্ক ডিসকাউন্টে গ্রাহকরা আগে যত টাকা ছাড় পেতেন তাঁর থেকে কম পাবেন। এই হিসেব তাদের করে নিতে হবে অর্ডার কনফার্ম করার আগে। যেমন ধরা যাক ৬ হাজার টাকার কেনাকাটায় ব্যাঙ্ক ডিসকাউন্ট যদি ৫০০ টাকা হয়, তাহলে ৫৫০০ টাকার বদলে আপনার খরচ হবে ৫৫৪৯ টাকা।
এই প্রসেসিং ফি সমস্ত গ্রাহকদের জন্যই প্রযোজ্য। এমনকী প্রাইম মেম্বারদেরকেও এই প্রসেসিং ফি দিতে হবে কেনাকাটার সময়। তাদের ক্ষেত্রে কোনওভাবেই ব্যতিক্রম হবে না। যে সমস্ত গ্রাহক ৫০০ টাকার কম ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে চান, তাদের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।
কাদের দিতে হবে এই ফি
যে সমস্ত গ্রাহক ৫০০ টাকা বা তাঁর বেশি মূল্যের ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে চাইছেন।
এই ফি থেকে বাদ যাবেন না প্রাইম মেম্বাররাও, সমস্ত গ্রাহকদের উপরে এই ফি প্রযোজ্য হবে।
৫০০ টাকার কম মূল্যের ছাড়ের ক্ষেত্রে কোনও বাড়তি ফি দিতে হবে না গ্রাহককে।
আমাজনের কাস্টমার হেল্প সেন্টারের মত অনুসারে, এই ফি অ-ফেরতযোগ্য। অর্ডার বাতিল বা ফেরত দিলেও এই প্রসেসিং ফি আর ফেরত দেওয়া হবে না। এর ফলে ধারণা করা হচ্ছে গ্রাহকদের কেনাকাটার ধরনে বদল আসবে।