নয়াদিল্লি: এই দীপাবলিতে ঘরে বসে পান সিনেমাহলে বসে ফিল্ম দেখার অনুভূতি। অ্যামাজনের দারুণ অফারে কিনে নিন JBL Bar 5.1 ওয়্যারলেস হোম থিয়েটার। যাতে 10 হাজার টাকার বেশি ছাড় পাবেন সেলে। সবথেকে বড় বিষয়, এই হোম থিয়েটার কাম সাউন্ড বার পেয়েছে ভালো রিভিউ স্কোর। গুণগত মানের রেটিংয়ে JBL Bar 5.1 রয়েছে সবার শীর্ষে। দেখে নিন এই Wireless Home Theater-এর দাম অফার ও ফিচারস।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


JBL Bar 5.1, Truly Wireless Home Theatre
হোম থিয়েটারের সঙ্গে সাউন্ড বারের কম্বো নিতে চাইলে JBL বার 5.1, ট্রুলি ওয়্যারলেস হোম থিয়েটার হল সেরা অপশন। এই ডিভাইসের দাম 69,999 টাকা। যা দীপাবলির সেলে 10 হাজার টাকা ছাড়ের পর এখন 59,990 টাকায় পাওয়া যাচ্ছে। ICICI ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে 1500 টাকার অতিরিক্ত ইনস্ট্যান্ট ছাড় রয়েছে হোম থিয়েটারে। এরপরে 'নো কস্ট ইএমআই'য়ের বিকল্প রয়েছে এই ডিভাইসে। যাতে আপনি সুদ ছাড়াই মাসিক কিস্তিতে-এর মূল্য শোধ করতে পারবেন।


এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন হোম থিয়েটারের দাম ও ফিচার


স্পেসিফিকেশন- এই হোম থিয়েটার ও সাউন্ড বার ব্লুটুথের মাধ্যমে টিভি, ফোন, ল্যাপটপ, ট্যাবলেট বা যেকোনও মিউজিক প্লেয়ারের সঙ্গে যুক্ত করতে পারবেন। এই ডিভাইস আপনার টিভি রিমোট কন্ট্রোলের সঙ্গেও কাজ করে। যেকোনও জায়গায় ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং উপভোগ করতে পারেন এর মাধ্যমে। এতে ডলবি ডিজিটাল ডিটিএস 510W পাওয়ার-সহ পাওয়া যায়। JBL 5.1 হোম থিয়েটারে অতিরিক্ত ডিপ বাসের জন্য 2টি আলাদা সাব উফার দেওয়া হয়েছে।


এই সাউন্ড বার ও হোম থিয়েটার বক্সে সাউন্ড বার, ওয়্যারলেস সাবউফার, 2টি ওয়্যারলেস সারাউন্ড সাউন্ড ছাড়াও ব্যাটারি-সহ রিমোট কন্ট্রোল পাওয়া যায়। 5 ধরনের পাওয়ার কেবল রয়েছে এই সেটের মধ্যে। প্যাকেজিংয়ে রয়েছে HDMI কেবল, AUX কেবল, অপটিক্যাল কেবল, ক্যালিব্রেশন মাইক্রোফোন। এর সঙ্গে আপনি এই বাক্সে একটি ওয়াল-মাউন্ট ব্র্যাকেট কিট ও ওয়ারেন্টি কার্ডও পাবেন।


এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন হোম থিয়েটারের দাম ও ফিচার


আরও পড়ুন : Amazon Festival Sale: গাছের পরিচর্যার জন্য সেলফ ওয়াটার কিট, অ্যামাজনে পান ৪০০ টাকার নিচে


আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে বড় অফার, শীতের কাঁপুনি থেকে বাঁচতে বাম্পার ডিল রুম হিটারে


আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে বাম্পার অফার, Vivo V21 5G-তে ২০হাজার টাকা পর্যন্ত ছাড়