Boat Earbuds: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস (Boat Earbuds)। এবার লঞ্চ হয়েছে বোট এয়ারডপস ৮০০ (Boat Airdopes 800) মডেল। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে (True Wireless Stereo) রয়েছে ১০ মিলিমিটারের টাইটেনিয়াম ড্রাইভার (Titanium Drivers)। এছাড়াও রয়েছে ডলবি অডিও (Dolbi Audio) সাপোর্ট। আর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Microphones) প্রযুক্তি যুক্ত মাইক্রোফোন। এই ইয়ারবাডস একই সময়ে একের বেশি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা সম্ভব হবে। ফাস্ট চার্জিং (Fast Cahrging) সাপোর্ট রয়েছে বোটের নতুন ইয়ারবাডসে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে ইউজাররা বোট এয়ারডপস ৮০০- এই ইয়ারবাডসে ১০০ মিনিট পর্যন্ত গান শুনতে পারবেন বলে দাবি করেছে সংস্থা। 


ভারতে কী কী রঙে লঞ্চ হয়েছে বোট এয়ারডপস ৮০০- এই ইয়ারবাডস এবং কত দামে ও কোথা থেকে কেনা যাবে, দেখে নিন 


ভারতে মোট চারটি রঙে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস। ক্রেতারা বোট এয়ারডপস ৮০০ মডেল কিনতে পারবেন Interstellar Blue, Interstellar White, Interstellar Green, Interstellar Black- এই চারটি রঙে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। বোটের নতুন ইয়ারবাডসের দাম ১৭৯৯ টাকা। এটি স্পেশ্যাল দাম। 


বোট এয়ারডপস ৮০০ - এই ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন একনজরে 



  • বোটের এই ইয়ারবাডসে রয়েছে সংস্থার Signature Sound প্রযুক্তির ছোঁয়া। এছাড়াও রয়েছে ইন-ইয়ার ডিজাইন। 

  • Quad mic ENx প্রযুক্তি থাকার কারণে এই ইয়ারবাডসের সাহায্যে ইউজার ফোনকলে কথা বললে স্পষ্ট শব্দ শুনতে পারবেন। 

  • বোটের এই ইয়ারবাডসে রয়েছে ASAP Charge Technology- সাপোর্ট। তার ফলে মোট ৪০ ঘণ্টার প্লেটাইম পাওয়া যাবে একবার পুরো চার্জ দিলেই। ইউএসবি টাইপ-সি চার্জার দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। 

  • গেম খেলার সময়েও এই ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন ইউজাররা। এই ইয়ারবাডসে রয়েছে 50ms লো ল্যাটেন্সি মোড। 

  • বোট এয়ারডপস ৮০০ মডেলে রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। এছাড়াও রয়েছে অ্যাডাপ্টিভ EQ মোড। 

  • বোটের এই ইয়ারবাডস ব্যবহার করলে সিনেম্যাটিক অডিও এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। 

  • চারটি এআই প্রযুক্তি যুক্ত মাইক্রোফোন রয়েছে বোটের নতুন ইয়ারবাডসে। 

  • এছাড়াও আশপাশে আওয়াজ এড়ানোর জন্য এই ইয়ারবাডসে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। এই ফিচার চালু থাকলে যদি ইউজার ইয়ারবাডসের সাহায্যে ফোনে কথা বলেন তাহলে একদম স্পষ্ট শব্দ শোনা যাবে এবং কোনও অসুবিধা হবে না। 


আরও পড়ুন- ক্যামেরা ফিচার দেখে ফোন কেনেন? টেকনো সংস্থার নতুন দুই ৫জি ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।