Earphones: গান শুনতে ভালবাসেন? হেডফোন আপনার সর্বক্ষণের সঙ্গী? তাহলে ইয়ারফোন (Earphone) ব্যবহার করার কয়েকটি খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন। হেডফোন (Headphone) ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার ইয়ারফোন অনেকদিন টিকবে। এক্ষেত্রে কী কী করবেন আর কী কী করবেন না, সেগুলো জেনে নেওয়া যাক।
হেডফোনে খুব জোরে আওয়াজ নয়- অতিরিক্ত আওয়াজ দিয়ে ইয়ারফোনে গান না শোনাই ভাল। ৬০ শতাংশের বেশি আওয়াজ দেবেন না হেডফোনে। গান শোনা হোক বা ভিডিও, সিনেমা দেখা- কোনও ক্ষেত্রেই ইয়ারফোনে অতিরিক্ত শব্দ না দেওয়াই আপনার পক্ষে মঙ্গলজনক। আপনার কানের স্বাস্থ্যও ভাল থাকবে। তার পাশাপাশি টেকসই হবে ইয়ারফোন। ৬০ শতাংশের বেশি আওয়াজ হেডফোনে দিলে আপনার কানে সমস্যা দেখা দিতে পারে। শ্রবণশক্তি কমতে পারে।
একটানা অনেকক্ষণ হেডফোন ব্যবহার নয়- অনেকেই সারাক্ষণ কানে হেডফোন গুঁজে রাখেন। আপনার কানের স্বাস্থ্যের জন্য এটা মোটেই ভাল ব্যাপার নয়। একনাগাড়ে হেডফোন কানে লাগিয়ে কিছু শুনবেন না। সর্বোচ্চ এক ঘণ্টা বা ৬০ মিনিট কানে ইয়ারফোন রাখুন। কিছুটা সময় বিরতি নিন। তারপর আবার হেডফোন ব্যবহার করুন। অনেকের ক্ষেত্রেই গান শোনা বা সিনেমা দেখা, ভিডিও দেখা নয়, অন্যান্য কাজের জন্যেও কানে ইয়ারফোন ব্যবহার করতে হয় দীর্ঘক্ষণ। তাঁরাও সম্ভব হলে মাঝে মাঝে কান থেকে হেডফোন খুলে রাখুন। নাহলে শ্রবণশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকবে।
নয়েজ ক্যানসেলিং ফিচার যুক্ত হেডফোন ব্যবহার করুন- আজকাল নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত ইয়ারফোন প্রায় সব কোম্পানিই লঞ্চ করেছে। এই ধরনের হেডফোন ব্যবহার করা ভাল। এই নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত ইয়ারফোন ব্যবহার করলে আপনি পরিষ্কার আওয়াজ শুনতে পাবেন। কানের স্বাস্থ্যও ভাল থাকবে।
ইয়ারফোন পরিষ্কার রাখা প্রয়োজন- অন্য কারও সঙ্গে ইয়ারফোন শেয়ার না করাই ভাল। যদি শেয়ার করে থাকেন, তাহলে অবশ্যই পরিষ্কার করে নিয়ে তারপর আবার ব্যবহার করুন। নাহলে সংক্রমণের সম্ভাবনা থাকবে। তাই সতর্ক থাকা প্রয়োজন।
গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার করা একেবারেই উচিত নয়। এই অভ্যাসের ফলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। এছাড়াও আপনি অন্যান্য গাড়ির হর্ন শুনতে না পেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকতে পারে।
ইয়ারফোন কোথায়, কীভাবে রাখছেন সেটাও গুরুত্বপূর্ণ। একটা আলাদা পাউচ বা ব্যাগে ইয়ারফোন রাখা উচিত যাতে সেটা জড়িয়ে বা পেঁচিয়ে না যায়। কারণ ইয়ারফোন জড়িয়ে গেলে তা নষ্ট হয়ে যেতে পারে। যদি কখনও ইয়ারফোন পেঁচিয়ে যায় তাহলে সেটার জট খোলার সময় সতর্ক থাকুন।
আরও পড়ুন- জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?