কলকাতা: সাম্প্রতিককালে ভুয়ো ফোন কলের ব্যাপারে বেশ কয়েকবার সতর্ক করেছে কেন্দ্রের টেলিকম মন্ত্রক। এবার ফের সেই সতর্কতা জারি করা হল। তবে সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করা হল। সাম্প্রতিক ওই বিজ্ঞপ্তিতে কিছু হোয়াটসঅ্যাপ কলের কথা বলা হয়েছে। অনেকেই হোয়াটসঅ্যাপে হুমকি ফোন পাচ্ছেন। ফোন আসছে +92 অর্থাৎ পাকিস্তানের নম্বর থেকে। এবার সেই ব্যাপারেই সতর্ক করল কেন্দ্র। 


কেন এই বিজ্ঞপ্তি ?


টেলিকম মন্ত্রক জানিয়েছে, মন্ত্রকের নাম করেই গ্রাহকদের কাছে ওই ফোন আসছে। তাতে বলা হচ্ছে, গ্রাহকদের ফোনের কানেকশন কেটে দেওয়া হবে। যা শুনে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছেন অনেকে। কিন্তু আদতে সেটি একটি ভুয়ো কল। বরং এমন কল করে প্রতারণার ফাঁদ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রের টেলিকম মন্ত্রক। 


কী বলা হচ্ছে ফোনে


ফোনের ওপার থেকে বলা হচ্ছে, গ্রাহকদের ফোন নিয়ে নাকি বেআইনি কার্যকলাপ করা হচ্ছে। বিভিন্ন দাগী দুস্কৃতিরা এই কাজ করছে বলে জানাচ্ছেন ওপারে থাকা ব্যক্তি। পাশাপাশি বলা হচ্ছে সিবিআই-এর কথাও। টেলিকম মন্ত্রকের রিপোর্ট মোতাবেক, সিবিআই অফিসার সেজে নাকি অনেকে এই কাজ করছেন। সিবিআই অফিসারের নাম ভাঁড়িয়ে গ্রাহকদের উত্যক্ত ও সন্ত্রস্ত করে তুলতে চাইছেন। 


‘বেআইনি ব্যাগ পাওয়া গিয়েছে…’


গ্রাহকের নামে একটি বেআইনি ব্যাগ পাওয়া গিয়েছে বলেও দাবি করছেন ফোনের ওপারে থাকা ব্যক্তিরা। এর ফলে ভয় পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। তাদের নির্দিষ্ট স্থানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হচ্ছে বলে দাবি। এর থেকে বাঁচতেই অনেকে তাদের টোপে পা দিচ্ছেন। এর ফলে আর্থিক প্রতারণার ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছে টেলিকম মন্ত্রক।


এমন ফোন এলে কী করবেন ?



  • টেলিকম মন্ত্রকের সূত্রের দাবি, ফোন নম্বরের শুরুতে লেখা থাকছে +92। যা আদতে পাকিস্তানের কোড। তাই পাকিস্তান থেকে এমন কোনও ফোন এলে তা ধরতেও নিষেধ করেছে টেলিকম মন্ত্রক। 

  • ফোনে যা-ই বলা হোক, নিজের কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। এমনকি পরিচিত কারও তথ্যও বলা যাবে না।

  • পাশাপাশি এমন কোনও ঘটনা ঘটলে মন্ত্রকের সাইটে গিয়ে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে টেলিকম মন্ত্রক।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Volume Eating: ওজন কমাতে নয়া ট্রেন্ড ভলিউম ইটিং, মন ভরে যত ইচ্ছে খেলেই হবে ?