নয়াদিল্লি: যেকোনও কাজের প্রয়োজনে এখন ইন্টারনেট অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু নেটমাধ্যমেই লুকিয়ে থাকে একাধিক বিপদ। সেই বিপদ থেকে বাঁচতে পদক্ষেপ নিচ্ছে গুগল। বৃহস্পতিবার গুগল একাধিক পদক্ষেপ নিয়েছে যা ভারতের ব্যবহারকারীদের অনলাইন বিপদ থেকে বাঁচাতে সাহায্য করবে। এই কারণে সাইবার সুরক্ষা ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ করেছে গুগল। পাশাপাশি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে বেশ কিছু পদক্ষেপ করারও চেষ্টা করছে।


একাধিক পদক্ষেপ:
একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। যার নাম সেফার উইথ গুগল (Safer with Google)।  তার মধ্য়েই সাইবার-নিরাপত্তা নিয়ে দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। অন্তত এক লক্ষ ডেভেলপার (Developers) আইটি (IT) এবং স্টার্ট আপ (Start-UP Professionals) পেশাদার এই শিবিরে নিজেদের দক্ষতা বৃদ্ধির কাজ করবেন। দেশ জুড়ে এই কাজ হবে। এছাড়াও আরও কিছু কারণে বিপুল পরিমাণ অর্থ দান করেছে গুগল সংস্থা। Google.org ২ মিলিয়ন মার্কিন ডলার (যার ভারতীয় অর্থমূল্য প্রায় ১৬ কোটি টাকা)। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় এই টাকা দান করা হয়েছে। কালেক্টিভ গুড ফাউন্ডেশন (Collective Good Foundation), পয়েন্ট অফ ভিউ (Point of View) এবং হেল্প এজ ইন্ডিয়া (HelpAge India)-কে এই টাকা দেওয়া হয়েছে। মহিলা, LGBTQ এবং ছোট-উদ্যোগপতি (Micro-entrepreneurs)-এদের মতো অংশের জন্যও সাহায্য করার ভাবনা রয়েছে। গুগলের তরফে বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর কথা ভেবেই সচেতনতা শিবিরও তৈরি করা হয়েছে। Ministry of Electronics and Information Technology এবং Digital India Corporation- এর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছে টেক-সংস্থা। নিরাপদ ডিজিটাল লেনদেনের অভ্যাস তৈরি করতেই এই সচেতনতা শিবির তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। 


কর্তৃপক্ষের বার্তা:
গুগল ইন্ডিয়ার ভিপি সঞ্জয় গুপ্তা বলেছেন যে, 'ভারত যখন সত্যি করে ডিজিটাল-সক্ষম অর্থনীতিতে পরিণত হচ্ছে, তখন এটা দেখা গুরুত্বপূর্ণ যে এই কাজের জন্য যেন নেট নিরাপত্তার কোনও ঘাটতি না হয়। আমরা সবাই মিলে লক্ষ লক্ষ ভারতীয়দের জন্য একটি নিরাপদ ইন্টারনেট তৈরি করছি।' ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের MD ও CEO এবং NeGD এবং MyGov-এর প্রেসিডেন্ট এবং সিইও অভিষেক সিং বলেন,  'যেহেতু আরও বেশি সংখ্যক নাগরিক ডিজিটাল অর্থনীতিতে যোগ দিচ্ছেন এবং এর সুবিধা লাভ করছেন। এটি অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা সচেতনভাবে পরিকাঠামো তৈরি করছি যা আমাদের নাগরিক এবং আমাদের দেশকে সাইবার বিপদের হাত থেকে রক্ষা করবে।'


আরও পড়ুন: ইউপিআই পেমেন্ট করার সময় এই ৫টি বিষয়ে অতি অবশ্যই নজর রাখুন