Whatsapp Call Recording: হোয়াটসঅ্যাপের (Whatsapp) সাহায্যে শুধু মেসেজ নয়, করা যায় ফোনকলও (Whatsapp Call)। অডিও এবং ভিডিও (Audio and Video Whatsapp Call) দু’রকমের ফোন-কলই করা যায় হোয়াটসঅ্যাপের সাহায্যে। তবে সাধারণ ফোনকলের মতো হোয়াটসঅ্যাপ কল (Whatsapp Call) সরাসরি রেকর্ড করা যায়। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে কিন্তু সরাসরি এই কল রেকর্ডের সুবিধা পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করলে হোয়াটসঅ্যাপের কলের ক্ষেত্রেও রেকর্ডিং (Whatsapp Call Recording) করা সম্ভব হবে। সেই পদ্ধতিগুলো জেনে নেওয়া প্রয়োজন।
কীভাবে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন
অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া সম্ভব। কিন্তু আইওএস ভার্সানে এই সুবিধা নেই। সেখানে অন্য পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। তবে কখনই কারও অনুমতি ছাড়া তার ফোনকলের রেকর্ডিং করা কখনই আইনত সিদ্ধ নয়। তাই এ হেন কাজ না করাই ভাল। হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিংয়ের পদ্ধতি জানা থাকলেও তাই অপব্যবহার না করাই ভাল। প্রয়োজন হলে তবেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং করুন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং করবেন
Call Recorder: Cube ACR নামের একটি থার্ড পার্টি অ্যাপের সাহায্যে অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ কলের রেকর্ডিং করা সম্ভব। ফোনের স্টোরেজের মধ্যে ওই ফাইল সেভ করাও সম্ভব। তবে সব অ্যান্ড্রয়েড ফোনে এই থার্ড পার্টি অ্যাপ কাজ করবে না। এই অ্যাপের সাপোর্ট পেজের মধ্যেই উপযুক্ত অ্যান্ড্রয়েড ফোনের কথা বলা হবে।
আইফোনে কীভাবে হোয়াটসঅ্যাপ কলের রেকর্ড করবেন
আইফোনের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি অনেক বেশি। সাধারণ ফোনকলই রেকর্ড করা যায় না। একই অবস্থা হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রেও। কয়েকটি বিশেষ অ্যাপ যদিও রয়েছে, কিন্তু সেগুলো ঠিকভাবে কাজ করে না। কারণ অ্যাপেল তাদের আইফোনে ওইসব অ্যাপকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে দেয় না। তবে ম্যাকের সাহায্যে আইফোনে হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করা যাবে।