WhatsApp Hacking: হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রায় সকলেরই অত্যন্ত কাজের সোশ্যাল মিডিয়া মাধ্যম। শুধু ব্যক্তিগত স্তরে নয়, আজকাল কাজের সূত্রেও ব্যবহার করা হয়, হোয়াটসঅ্যাপ। আর তাই দিনদিন বাড়ছে ঝুঁকি। খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকা ভীষণ ভাবে জরুরি। নিয়মিত ভাবে কিছু টিপস মেনে চলতে পারলে সহজে আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। কীভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের নজর থেকে সুরক্ষিত রাখবেন, বিপদ এড়াবেন, জেনে নিন।
টু স্টেপ ভেরিফিকেশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুরক্ষা বাড়াতে হবে
নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে সুরক্ষিত করে রাখুন। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর সুরক্ষার একটা অতিরিক্ত আস্তরণ পড়বে। তাই টু স্টেপ ভেরিফিকেশন অপশন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন করে রাখুন। এর ফলে কেউ আপনার ফোন নম্বর পেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না। কারণ ভেরিফিকেশন কোড যাবে আপনারই ইমেলে। তবে আপনার রেজিস্ট্রেশন কোড কিংবা টু স্টেপ ভেরিফিকেশন পিন কারও সঙ্গে শেয়ার করা চলবে না।
নিয়মিত হোয়াটসঅ্যাপ আপডেট করা প্রয়োজন
হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানেই থাকে যাবতীয় উন্নত ও আধুনিক সিকিউরিটি ফিচার। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যত আপডেটেড রাখবেন, তত বেশি সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। অ্যান্ড্রয়েড কিংবা আইওএস, যে ধরনের ফোনই ব্যবহার করুন না কেন, গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপডেট করে রাখুন।
অজানা, অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা চলবে না
হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কোনও লিঙ্ক এলে সেখানে ক্লিক করবেন না। অফারের প্রলোভন হোক বা অন্য কোনও সুযোগ সুবিধার হাতছানি, কোনও ভাবেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। কারণ হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করলে আর্থিক ভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অন্যান্য ভাবে প্রতারিত হতে পারেন আপনি। যাবতীয় ব্যক্তিগত তথ্য ভুল হাতে পড়ে যেতে পারে। তাই সাবধানে থাকা জরুরি।
অনেকেই অফিসের কম্পিউটারে কাজের সূত্রে হোয়াটসঅ্যাপে লগ-ইন করেন। নিয়ম করে সেই লিঙ্কড অ্যাকাউন্ট লগ-আউট করা জরুরি। নাহলে অন্য কেউ চাইলে বিভিন্ন কৌশল করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে উঁকি দিতে পারে। সমস্যায় ফেলতে পারে আপনাকে। বেশিরভাগ মানুষই ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই আপনার স্মার্টফোন সুরক্ষিত করা জরুরি। ভালভাবে পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করে রাখুন ফোন। প্রয়োজনে আলাদা করে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও লক করে রাখতে হবে।