iPhone 13 And iPhone 14 Price Drop: ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale)। অন্যদিকে অ্যামাজনেও চালু রয়েছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale)। জনপ্রিয় এই দুই ই-কমার্স সংস্থার সেলে আইফোনের (iPhone) দাম অনেকটাই কমেছে। ভারতে ইতিমধ্যেই আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। তার ফলে আইফোনের আগের সিরিজের ফোনগুলির দাম অনেকটাই কমেছে। আপনি যদি আইফোন কেনার পরিকল্পনা করেন এবং লেটেস্ট সিরিজ অর্থাৎ আইফোন ১৬ সিরিজ কেনার প্ল্যান না থাকে তাহলে দেখে নিন ফ্লিপকার্ট এবং অ্যামাজনে অন্যান্য আইফোনের দাম কতটা কমেছে। অ্যামাজন থেকে আইফোন ১৩ এবং ফ্লিপকার্ট থেকে আইফোন ১৪ কেনা যাচ্ছে অনেকটাই কম দামে। রয়েছে আকর্ষণীয় অফার। 


অ্যামাজন থেকে আইফোন ১৩ কেনা যাবে ৪২,৯৯৯ টাকায় 


ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আইফোন ১৩ - র লিস্টেড দাম ৫৯,৯০০ টাকা। এই ফোনের দাম এখন ধার্য হয়েছে ৪২,৯৯৯ টাকা। পুরনো আইফোনের পরিবর্তে এক্সচেঞ্জে অফারে এই ফোন কেনার সুযোগও থাকছে। তার ফলে আরও দাম কমবে আইফোন ১৩- এর। এছাড়াও নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্রেতাদের জন্য থাকছে ১০ শতাংশ ছাড়। এর পাশাপাশি নো-কস্ট ইএমআই - এর সুবিধাও পাবেন ক্রেতারা। তার ফলে আইফোন ১৩ (১২৮ জিবি) মডেল লঞ্চের সময়ের তুলনায় অনেকটাই কম দামে কেনার সুবিধা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে পাওয়া যাচ্ছে। 


ফ্লিপকার্ট থেকে আইফোন ১৪ কেনা যাবে ৫০,৯৯৯ টাকায় 


ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে সেল। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের দিনই ফ্লিপকার্টের এই সেল শুরু হয়েছে। এখন ফ্লিপকার্ট থেকে আইফোন ১৪ কেনা যাবে ৫০,৯৯৯ টাকায়। আর এই মডেলের লিস্টেড প্রাইস ৫৯,৯০০ টাকা। যদি ক্রেতা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফ্লিপকার্ট থেকে আইফোন ১৪ কিনতে চান তাহলে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাবেন। সেক্ষেত্রে ফোনের দাম আরও কমবে। এছাড়াও রয়েছে আরও অনেক ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও। অতএব লঞ্চের সময়ের তুলনায় অনেকটাই কম দামে আপনি আইফোন ১৪ (১২৮ জিবি) কেনার সুযোগ পাচ্ছেন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল থেকে। 


আরও পড়ুন- নতুন ধরনের ডিজাইনে ভারতে হাজির নাথিং- এর নয়া ইয়ারফোন, মাত্র ১০ মিনিটের চার্জেই চলবে ২ ঘণ্টা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।