Google Play Store App De-Listing: গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে সরিয়ে দেওয়া হয়েছে ১০টি ভারতীয় অ্যাপ (Indian Apps)। আচমকাই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, গুগলের বিলিং পলিসি (Google Billing Policy) সঠিকভাবে মেনে চলেনি এই সংস্থাগুলি। তার জেরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কার্যত ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পিটিআই- কে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভারত সরকার গুগলের এই পদক্ষেপকে একেবারেই সমর্থন করছে না। তিনি আরও বলেছেন যে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই প্লে স্টোর থেকে গুগলের এভাবে অ্যাপ সরিয়ে দেওয়ার বিষয়টিকে অনুমোদন দিচ্ছে না। এর পাশাপাশি টেক জায়ান্ট গুগলের সঙ্গে একটি বৈঠকও ডাকা হয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্লে স্টোর থেকে গুগলের এভাবে ভারতীয় অ্যাপের নাম সরিয়ে দেওয়ার বিষয়টির নিরিখে কড়া পদক্ষেপ নেবে ভারত সরকার। এভাবে প্লে স্টোরের তালিকা থেকে একগুচ্ছ ভারতীয় অ্যাপের নাম সরিয়ে দেওয়ার ঘটনাটি মোটেই বরদাস্ত করা হবে না।
দেখে নেওয়া যাক পিটিআই- কে সাক্ষাৎকারে আর কী কী বলেছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
প্লে স্টোর থেকে ১০টিরও বেশি ভারতীয় অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল কর্তৃপক্ষ। বিলিং পলিসি ঠিকভাবে মেনে না চলার কারণে মার্কেটপ্লেস থেকে এই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছে ভারত ম্যাট্রিমনি, অল্ট বালাজি, কুকু এফএম, শাদি ডট কমের মতো জনপ্রিয় এবং পরিচিত অ্যাপ। গুগল কর্তৃপক্ষ একটি ব্লগ পোস্টে নিশ্চিত করে জানিয়েছে প্লে স্টোর থেকে ১০টি ভারতীয় অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোন কোন অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে সেই নামের নির্দিষ্ট তালিকা এখনও আনুষ্ঠানিক ভাবে গুগলের তরফে প্রকাশ করা হয়নি। তবে শোনা যাচ্ছে, বেশ কয়েকটি ম্যাট্রিমোনিয়াল অ্যাপ, ভিডিও স্ট্রিমিং অ্যাপ, পডকাস্ট সংক্রান্ত অ্যাপ এবং নিয়োগ অর্থাৎ রিক্রুটমেন্ট অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট ভাবে নাম জানা যায়নি।
আরও পড়ুন- মার্চ মাসে ভারতে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন, রইল তালিকা