Budget Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন Itel S23। চিনের সংস্থা Itel- এর তৈরি 'এস' সিরিজের এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ১৫ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel S23। ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট রয়েছে ফ্রন্ট ক্যাম্রা সেনসর। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট ফোন Itel S23। এই ফোনে রয়েছে Memory Fusion প্রযুক্তির সাপোর্ট। এর সাহায্যে ফোনের অনবোর্ড মেমরি ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মূলত ফোনের না ব্যবহৃত হওয়া স্টোরেজের মাধ্যমেই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 


ভারতে Itel S23 ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৭৯৯ টাকা। শুধুমাত্র অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ফোনের বিক্রি শুরু হবে ১৪ জুন থেকে। এই ফোনের আর একটি ভ্যারিয়েন্ট যেখানে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে, তার দাম এখনও প্রকাশ্যে আসেনি। Mystery White এবং Starry Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel S23 ফোন। 


Itel S23 ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ডুয়াল সিম (ন্যানো) রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই স্মার্টফোনে রয়েছে কালার চেঞ্জিং প্যানেল। সূর্যালোক বা আলট্রা ভায়োলেট রে-তে এই ফোনের রঙ পরিবর্তন হবে। 

  • এই বাজেট ফোনে একটি অক্টা-কোর 12nm Unisoc T606 SoC রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফেস রেকগনিশন ফিচারও রয়েছে এই বাজেট স্মার্টফোনে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Itel S23 ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 


Realme 11 Pro 5G Series: রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১ প্রো ৫জি (Realme 11 Pro 5G) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) - এই দুই ফোন। মে মাসে চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল। 


আরও পড়ুন- ১১ শতাংশের বেশি ডায়াবেটিক, ৩৬ শতাংশ হাইপারটেনসনে আক্রান্ত দেশে