Twitter: গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের মালিক হয়েছেন এলন মাস্ক (Elon Musk)। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে। এই তালিকায় নবতম সংযোজন ট্যুইটারের লোগোর পরিবর্তন। নীল পাখির (Blue Bird) পরিবর্তে ট্যুইটারের লোগো এখন ইংরেজি অক্ষর এক্স (X)। একনজরে দেখে নেওয়া যাক এলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার পর থেকে কী কী পরিবর্তন এসেছে এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে।


১। ব্যাপক হারে কর্মী ছাঁটাই- মালিক হওয়ার এক সপ্তাহের মধ্যেই ট্যুইটার থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। রেয়াত করেননি উচ্চপদস্থ আধিকারিকদেরও। এমনকি রাতারাতি সরিয়ে দেন তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকেও। বলা যায়, গতবছর থেকে কর্মী ছাঁটাইয়ের যে হিড়িক শুরু হয়েছে তার পুরোধা এলন মাস্ক। ব্যাপক হারে কর্মী ছাঁটাই করার ফলে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন এলন মাস্ক। ট্যুইটারের বেশ কিছু অফিসও বন্ধ হয়েছিল ভারত-সহ একাধিক দেশে। একধাক্কায় ছাঁটাইয়ের জেরে ওয়ার্কফর্স প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলেন এলন মাস্ক। 


২। ট্যুইটারে ব্লু সাবস্ক্রিপশন চালু করেছেন এলন মাস্ক। টাকার বিনিময়ে ইউজাররা ট্যুইটারে ব্লু টিক কিনতে পারবেন। আগে ট্যুইটার কর্তৃপক্ষ ঠিক করত কারা অ্যাকাউন্টে ব্লু টিক পাবেন। ইউজাররা আবেদন করতেন। সেখান থেকে মূলত রাজনীতিবিদ, তারকা, বিখ্যাতদের বেছে নিয়ে ব্লু টিক দিত ট্যুইটার। এখন সেই নিয়ম বদলেছে। এসেছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। টাকা দিলেই অ্যাকাউন্টের পাশে মিলবে ব্লু টিক। 


৩। ব্লু টিকের পাশাপাশি ট্যুইটারে চালু হয়েছে গোল্ড এবং সিলভার টিক। সোনালি রঙের টিক পাবে বিভিন্ন ব্র্যান্ড। আর রুপোলি টিক পাবে সরকারে থাকা বিভিন্ন ব্যক্তিত্ব। 


৪। মাঝে ট্যুইটারে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল বিখ্যাত ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট। সেই তালিকায় ছিলেন বিশ্ব বিখ্যাত র‍্যাপার কেনি ওয়েস্ট। এমনকি ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ট্যুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরাতে চেয়েছিল। কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নিজেই রাজি হননি। 


৫। শুধু যে ট্যুইটারের লোগো পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। বরং এলন মাস্ক ট্যুইটারের পেরেন্ট কোম্পানির নামও বদলে রেখেছেন X Corporation। এছাড়াও একাধিক ফিচারেও এসেছে পরিবর্তন। যেমন ব্লু টিক না থাকলে ইউজাররা ডিরেক্টমেসেজ করার ক্ষেত্রে সীমাবদ্ধতার সম্মুখীন হবেন। অর্থাৎ টাকা দিয়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন নিতে হবে আপনাকে। নাহলে আগের মতো আনলিমিটেড ডিএম বা ডিরেক্ট মেসেজ করার সুযোগ পাবেন না।


৬। অবশ্যই সবই যে খারাপ হয়েছে তা নয়। বেশ কিছু ফিচার যেমন ট্যুইটারে বড় সাইজের ভিডিও ফাইল আপলোডের সুবিধা পাওয়া যায় এখন। ট্যুইট এডিট করার সুবিধাও থাকছে। ট্যুইটের ক্যারেক্টার লিমিট আগেই বেড়েছিল। 


আরও পড়ুন- কেন ট্যুইটারের লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছিল নীল রঙের পাখি? কেনই বা এর নাম Larry The Bird?