Lava Earbuds: ২১ টাকায় কিনতে পারবেন ইয়ারবাডস ! ভারতের সংস্থা 'লাভা' দিচ্ছে এই সুযোগ। লাভা সংস্থার Probuds Aria 911 ইয়ারবাডস কেনা যাবে মেগা ফ্ল্যাশ সেল- এ। ২১ অক্টোবর এই সুযোগ পাবেন ক্রেতারা। তবে এই দুর্দান্ত অফার সীমিত রয়েছেন ১০০ জন ক্রেতার জন্য। 'ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ' এই ভিত্তিতে সুযোগ পাবেন ক্রেতারা। বাকিদের জন্যেও থাকছে আকর্ষণীয় অফার। লাভা একটি মেগা দিওয়ালি কনটেস্টও শুরু করতে চলেছে ওই দুরন্ত অফারের পাশাপাশি। লাভা সংস্থার Probuds Aria 911 ইয়ারবাডস একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। দিওয়ালি আসছে সামনেই। সেই উপলক্ষ্যে উৎসবের আমেজে ক্রেতাদের অভিজ্ঞতা যাতে খুবই ভাল হয়, সেই জন্য লাভা শুরু করছে ৩০ দিনের একটি ট্রায়াল প্রোগ্রাম। এই উদ্যোগের নাম দিওয়ালি জিরো রিস্ক মুহুরত সেল। ২১ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে সেল। অ্যামাজন ইন্ডিয়া এবং লাভা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট lavamobiles.com থেকে এই ফোন কেনা যাবে দুর্দান্ত অফারে। মাত্র ২১ টাকায় প্রথম ১০০ জন ক্রেতা সুযোগ পাবেন লাভা Probuds Aria 911 কেনার।
৩০ দিনের ট্রায়াল প্রোগ্রামে ক্রেতারা নিজেদের পছন্দ মতো প্রোডাক্ট বেছে কিনতে পারবেন। তারপর তা একমাস ধরে রোজ ব্যবহার করতে পারবেন। যদি প্রোডাক্ট ব্যবহার করে তা পছন্দ না হয় তাহলে তা ফেরানোর ব্যবস্থা থাকবে। বাড়ি এসে প্রোডাক্ট ফেরত নিয়ে যাবে সংস্থা। দেওয়া হবে রিফান্ডও, মানে প্রোডাক্টের দাম ফেরত দেওয়া হবে। কোনও প্রশ্ন করা হবে না ক্রেতাদের। সমস্ত প্রোবাডস অডিও ডিভাইসের ক্ষেত্রে এই 'মানি ব্যাক চ্যালেঞ্জ' প্রযোজ্য। ওয়্যারড ইয়ারফোনের ক্ষেত্রে এই অফার থাকবে না।
ভারতে আসছে লাভা বোল্ড এন সিরিজের নতুন মডেল
লাভা ভারতের সংস্থা। তাদের নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট আসছে ভারতে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে তা শোনা গিয়েছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা বোল্ড এন১ লাইট ফোন কেনা যাবে। এর আগে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে লাভা বোল্ড এন১ লাইট।
আরও একটি ফোন লাভা সংস্থা লঞ্চ করতে চলেছে ভারতে। দেশীয় এই কোম্পানি এবার ভারতে আনতে চলেছে লাভা শার্ক ২ মডেল। এই ফোন লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ৫জি মডেলের সাকসেসর হিসেবে। খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ২ ফোন।