Twitter Rival App: অন্যান্য সোশ্যাল মিডিয়া (Social Media Apps) অ্যাপ থেকে ফিচারের ধারণা নিয়ে সেইসব ফিচার নিজের মাধ্যমে যুক্ত করার ক্ষেত্রে মেটা'র (Meta) জুড়ি মেলা ভার। টিকটক থেকে রিল, স্ন্যাপচ্যাট থেকে স্টোরি, ডিসকর্ড থেকে কমিউনিটি- এইসব ধারণা নিয়ে মেটা'র বিভিন্ন অ্যাপ যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। তবে এবার মার্ক জুকেরবার্গের সংস্থা সুবিশাল পরিকল্পনা করেছে। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ (Twitter Rival App) লঞ্চ করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই নাকি ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির চেষ্টায় রয়েছে মেটা সংস্থা। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে মেটা কর্তৃপক্ষ সম্ভবত ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এই নতুন অ্যাপের নাম কী হতে পারে তা এখনও স্পষ্ট নয়। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির ব্যাপারে মেটা কর্তৃপক্ষ অনেকটাই এগিয়ে গিয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর ট্যুইটারের নতুন সিইও Linda Yaccarino এই প্রসঙ্গে 'গেম অন' মন্তব্য করেছেন বলেও শোনা গিয়েছে। 


ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ আনছে মেটা


মেটা সংস্থার এই প্ল্যাটফর্মের কোডনেম 'প্রোজেক্ট ৯২'। বলা হচ্ছে, এটি একমাত্র এমন অ্যাপ হতে চলেছে যেখানে ট্যুইটারের মতো ফিচার এবং ইন্টারফেস থাকবে। অথচ সেই অ্যাপ ট্যুইটার নয়। এই নতুন অ্যাপ সম্পর্কিত স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ইউজাররা নিজেদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দিয়েই ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী এই নতুন অ্যাপে লগ-ইন করতে পারবেন। নতুন আইডি তৈরি করার দরকার হবে না। ট্যুইটারের মতো এই নতুন মাধ্যমেও নিজেদের ভাবনাচিন্তা শেয়ার করতে পারবেন ইউজাররা। সেই পোস্টে লাইক, কমেন্ট করতে পারবেন বাকিরা। এছাড়াও রি-শেয়ার করা যাবে রি-ট্যুইটের মতো। 


Meta Verified: ভারতে সাবস্ক্রিপশন চালু করল মেটা (Meta)। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার অধীনে রয়েছে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতে সম্প্রতি মেটা মোবাইল অ্যাপের জন্য ভেরিফায়েড সার্ভিস চালু করেছে। একমাসের সাবস্ক্রিপশনের খরচ ৬৯৯ টাকা। শোনা যাচ্ছে, আগামী মাসে ওয়েব মাধ্যমেও সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মেটা। সেক্ষেত্রে একমাসের সাবস্ক্রিপশনের খরচ হতে পারে ৫৯৯ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের থেকে ১০০ টাকা কম। 


মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কোনও সরকারি আইডি-র মাধ্যমে। মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিলে ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। ইউজারের বয়স ১৮ বছরের ঊর্দ্ধে হলে তবেই তাঁরা মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্টের ক্ষেত্রে নূন্যতম অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। 


যে প্রোফাইলের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের আবেদন জানানো হচ্ছে সেখানে যে নাম এবং ছবি রয়েছে সেটার সঙ্গে মানানসই একটি সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে ইউজারদের। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে মেটার এই ভেরিফায়েড সাবস্ক্রিপশন নেওয়া যাবে। দু'ক্ষেত্রেই নিয়ম একই। 


আরও পড়ুন- গরমের মরসুমে রোদের তেজে র‍্যাশের সমস্যা, মুক্তি পেতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়