Netflix: অ্যাপল সম্প্রতি বাজারে আনল আইফোন ১৬ এবং এই ফোনেই এসেছে আইওএস ১৮ ভার্সন। আর ইতিমধ্যেই এমন কিছু তথ্য শোনা যাচ্ছে যাতে গ্রাহকদের সমস্যা হবে। জানা গিয়েছে বেশ কিছু আইফোনে নেটফ্লিক্স তাদের পরিষেবা বন্ধ করতে চলেছে। কিছু কিছু আইফোনের (iPhone 16 Sale) মডেলে নেটফ্লিক্সের অ্যাপ আর চলবে না এবং এই পরিষেবা (Netflix Service) চিরকালের জন্যেই বন্ধ করতে চলেছে নেটফ্লিক্স সংস্থা। 9to5Mac সংস্থার পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানা গিয়েছে নেটফ্লিক্স স্পষ্টই জানিয়েছে যে আইওএস ১৬ কিংবা আইপ্যাড ওএস ১৬-তে আর এখন থেকে তাদের অ্যাপ সাপোর্ট করবে না।
আইওএস ১৭ বা তার বেশি ভার্সনের ক্ষেত্রে নেটফ্লিক্স চালাতে গেলে অ্যাপটি (Netflix App) আপডেট করতে হবে। আইওএস ১৭ সফটওয়্যারে আপডেট নেয়নি যে সমস্ত আইফোনে, সেগুলিতে আর নেটফ্লিক্স চলবে না বলেই জানা গিয়েছে। এই তালিকায় রয়েছে আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, অ্যাপলের প্রথম জেনারেশনের আইপ্যাড প্রো এবং আইপ্যাড ৫ ট্যাবলেট।
নেটফ্লিক্সের সাপোর্টও বন্ধ হতে পারে
যে সমস্ত গ্রাহকের অ্যাপলের ডিভাইস রয়েছে যাতে আইওএস ১৬ সফটওয়্যার চলে, সেগুলি এখনকার ভার্সন থেকেও অ্যাক্সেস করা যাবে। কিন্তু আগামী সময়ে আজীবনের জন্য বন্ধ হতে পারে এই সাপোর্ট। এই ডিভাইসগুলিতে আর আগামীতে পরিষেবা দেবে না নেটফ্লিক্স। এমনকী কোনও বাগ ফিক্স আপডেটও দেবে না নেটফ্লিক্স। এর মানে হল অ্যাপলের পুরনো ভার্সনের ডিভাইসে আর নেটফ্লিক্স চলবে না। আইওএস ১৭ বা আইপ্যাড ওএস ১৭-এর পুরনো ভার্সনে নেটফ্লিক্স কাজ করবে না।
হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও একই সমস্যা
শুধু নেটফ্লিক্সই নয়, হোয়াটসঅ্যাপও এই ধরনের পুরনো ভার্সনের আইফোন সফটওয়্যারের ক্ষেত্রে পরিষেবা বন্ধ করে দিচ্ছে। নতুন ভার্সন আসার পরে পুরনো আইওএস মডেল এবং আইফোনে পরিষেবা দেওয়া বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের সতর্ক করা হয়েছিল আগে থেকে। গত বছরেও হোয়াটসঅ্যাপ বিভিন্ন ডিভাইসে সাপোর্ট নেওয়া বন্ধ করে দিয়েছিল। গ্রাহকরাও এই কারণে অসন্তুষ্ট হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।