Noise Earbuds: নয়েজের নতুন ইয়ারবাডস (Noise Earbuds) হাজির ভারতে। একবার পুরো চার্জ দিলে চালু থাকবে ৬০ ঘণ্টা পর্যন্ত। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস চলবে ২০০ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ২০ মিনিট। নয়েজ বাডস এন১ প্রো (Noise Buds N1 Pro) ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC Support) সাপোর্ট। ফাস্ট চার্জিং (Fast Charging) টেকনোলজির সাপোর্টও রয়েছে নয়েজের নতুন ইয়ারবাডসে। ১১ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৩ এবং হাইপার সিঙ্ক টেকনোলজির (Hyper Sync Technology) সাপোর্টও রয়েছে। 


ভারতে নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডসের দাম কত 


এই ইয়ারবাডসের দাম ১৪৯৯ টাকা। অ্যামাজন থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। বিক্রি শুরু হবে চলতি মাসের শেষের দিকে। ক্রোম ব্ল্যাক, ক্রোম বেজ, ক্রোম গ্রিন এবং ক্রোম পার্পল- এই চারটি রঙে নয়েজের নতুন ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে। 


নয়েজ বাডস এন১ প্রো ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে 



  • ১১ মিলিমিটারের ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডে। এছাড়াও রয়েছে একটি কোয়াড মাইক সেটআপ। সেখানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। তার ফলে ফোনে কথা বলার সময় যদি ইয়ারবাডস ব্যবহার করেন তাহলে স্পষ্ট শব্দ শুনতে পাবেন। আশপাশে অবাঞ্ছিত আওয়াজে অসুবিধা হবে না ইউজারদের। 

  • নয়েজের নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে রয়েছে ৩২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। এছাড়াও রয়েছে টাচ কন্ট্রোলের সুবধা। আর পাওয়া যাবে ক্রোম এবং মেটালিক ফিনিশ। এই ইয়ারবাডস জলে সহজে নষ্ট হবে না। 

  • নয়েজ বাডস এন১ প্রো মডেলে 40ms পর্যন্ত low latency সাপোর্ট পাওয়া যাবে। তার ফলে অডিও এবং ভিস্যুয়াল আউটপুটের মধ্যের সামান্যতম ব্যবধানও থাকবে না। এর ফলে গেম খেলার সময় সবচেয়ে বেশি সুবিধা হবে। কারণ গেম স্ট্রিমিংয়ের সময়েই অডিও এবং ভিডিওর মধ্যে একটু ব্যবধান লক্ষ্য করা যায়। এটা বেড়ে গেলে গেম খেলতে অসুবিধা হবে। 

  • ডুয়াল পেয়ারিং সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইস সংযুক্ত হতে পারে এই ইয়ারবাডস। এছাড়াও রয়েছে হাইপার সিঙ্ক সাপোর্ট। এই ফিচারের সাহায্যে দ্রুত এবং সহজে পেয়ারিং সম্ভব। চার্জিং কেস থেকে বের করলেই এই ইয়ারবাডস সেই সমস্ত ডিভাইসে সংযুক্ত হয়ে যাবে যেগুলির সঙ্গে আগেও এই ইয়ারবাডসের পেয়ারিং হয়েছে। একে বলা হচ্ছে wake and pair ফিচার। 


আরও পড়ুন- ৬৫০০ টাকার কম দামে কেনা যাবে ঝাঁ-চকচকে স্মার্টফোন, দাম কম হলেও ফিচারে নেই ঘাটতি 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।