OnePlus 12: ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী মাসে অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই, জানুয়ারি মাসে। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারত-সহ বিশ্বের একাধিক দেশে। ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে Hasselblad ব্র্যান্ডের রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে থাকবে একটি Sony LYT-808 সেনসর। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২আর মডেল। শোনা গিয়েছে, ২৩ জানুয়ারি ইউরোপ-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২ ফোন। অনুমান, এই দিনেই ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই মডেল। এর সঙ্গে ওয়ানপ্লাস আর সিরিজের ফোন ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) লঞ্চ হতে চলেছে। এটি একটি গেমিং ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে ওয়ানপ্লাস ১১আর মডেলের সাকসেসর। 


চিনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা Sony LYT-808 সেনসর-সহ, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং, ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট রয়েছে। এর সঙ্গে ২৪ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যাড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাপোর্ট থাকতে রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৬.৮২ ইঞ্চির LTPO OLED স্ক্রিন রয়েছে। 


ভারতে ওয়ানপ্লাস ১২ ফোনের যে মডেল লঞ্চ হবে তার ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে অনুমান চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকবে। অন্যদিকে ওয়ানপ্লাস ১২আর ভারতে লঞ্চ হবে কিনা বা হবে না- কোনও তথ্যই নিশ্চিত ভাবে জানা যায়নি।


ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েট সাপেক্ষে)



  • ৬.৮২ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- র সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনে।

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো শুটার, এখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। আর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেনসর। 

  • ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এছাড়াও রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি। 

  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।