Elon Musk: 'এক্স' (X) মাধ্যমে এলন মাস্কের (Elon Musk) নতুন নিয়ম। এবার তিনি জানিয়েছেন শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্ট (Verified Account) হোল্ডাররাই 'পোল' (Poll) অর্থাৎ ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন। গতে কয়েকদিনে একাধিক পরিবর্তন হয়েছে 'এক্স' মাধ্যমে, যার আগের নাম ছিল ট্যুইটার। 'এক্স' মাধ্যমকে জনসাধারণের জন্য 'এভরিথিং অ্যাপ' হিসেবে তৈরির জন্য উঠেপড়ে লেগেছেন এলন মাস্ক। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, যেহেতু 'এক্স'- এর প্রতিদ্বন্দ্বী অ্যাপ 'থ্রেডস' রয়েছে তাই এত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


'এক্স'- এর নাম ট্যুইটার থাকাকালীনই সেখানে চালু হয়েছিল 'পোল' ফিচার। একটি বিষয়ে ভোটাভুটিতে যুক্ত হওয়ার সুযোগ পান ইউজাররা। বিভিন্ন সংস্থা এই 'পোল' চালায়। ব্যক্তি বিশেষেও কেউ 'পোল' শুরু করতে পারেন। তবে আগামী দিনে তাঁরাই এই পোল- এ অংশ নিতে পারবেন যাঁদের 'ট্যুইটার ব্লু' সাবস্ক্রিপশন রয়েছে। অর্থাৎ যেসব ইউজারের ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে তাঁরাই 'এক্স' মাধ্যমের 'পোল'- এ অংশ নিতে পারবেন। 


কিন্তু কেন এমন সিদ্ধান্ত


bot-spamming রুখতে এই সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। কারণ 'পো' নিয়ে কোনও ধরনের বিতর্ক চান না তিনি। তবে এই নয়া নিয়ম কবে থেকে চালু হবে সেই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও। 


'এক্স' মাধ্যমে অডিও এবং ভিডিও কল


মাইক্রোব্লগিং মাধ্যম 'এক্স', (X) যার আগের নাম ছিল ট্যুইটার (Twitter), সেখানে আসতে চলেছে অডিও এবং ভিডিও কলের ফিচার। সম্প্রতি এলন মাস্কের (Elon Musk) 'এক্স' পোস্টে সেই আভাসই পাওয়া গিয়েছে। আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসি- র জন্য কাজ শুরু হয়েছে। কোনও ফোন নম্বরেরও প্রয়োজন হবে না। 'এক্স' পোস্টে এই বার্তাই দিয়েছেন এলন মাস্ক। চলতি মাসের শুরুতে অর্থাৎ অগস্টের প্রথমেই একবার শোনা গিয়েছিল যে 'এক্স' মাধ্যমে অডিও এবং ভিডিও কলের ফিচার যুক্ত হবে। এবার সেই খবরেই সিলমোহল দিলেন 'এক্স' মাধ্যমের মালিক এলন মাস্ক। তিনি নিজের এই অ্যাপকে বলেন 'এভরিথিং অ্যাপ'। আর তাই ইউজারদের সুবিধায় নিত্যনতুন ফিচার চালু করা হচ্ছে এই মাধ্যমে। কারণ 'এক্স' মাধ্যমের প্রতিদ্বন্দ্বী অ্যাপ 'থ্রেডস' ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। আর তাই ইউজার ধরে রাখতে হলে তাদের নতুন পরিষেবা দেওয়া খুবই প্রয়োজন। 


 






চলতি বছর মে মাসে প্রথম কলিং ফিচার নিয়ে কথা বলেছিলেন এলন মাস্ক। তিনি জানিয়েছিলেন এই মাইক্রোব্লগিং মাধ্যমের সাহায্যে বিশ্বের যেকোনও প্রান্তে কারও সঙ্গে কথা বলা যাবে, অথচ তাঁকে ফোন নম্বর জানানোর কোনও প্রয়োজন হবে না। 'এক্স' মাধ্যমে 'এভরিথিং অ্যাপ' বানানোর পুরো চেষ্টায় রয়েছেন এলন মাস্ক। এই মাধ্যমের সাহায্য ভিডিও দেখা, মনের ভাব প্রকাশ করা, ২৫ হাজার ক্যারেক্টারের দীর্ঘ পোস্ট লেখা, টাকা পাঠানো--- এইসব ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে এলন মাস্কের। 


আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?