চোখ রাঙাচ্ছে  আকিরা ! সতর্ক করল CERT বা Computer Emergency Response Team । উইন্ডোজ বা লিনাক্স, যে কোনও অপারেটিং সিস্টেমেই হানা দিতে পারে এই ব়্যানসামওয়্যার। Akira ব্যবহারকারীর সিস্টেমে ঢুকে চুরি করে নিতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।   



আকিরা কী


PTI রিপোর্টে দাবি করা হয়েছে, আকিরার মাধ্যমে প্রথমেই ব্যবহারকারীর অতি ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। তারপর তাদের সিস্টেমে থাকা তথ্য বা ডাটা এনক্রিপ্ট করতে শুরু করে। 

এই ব়্যানসামওয়্যার এতটাই ভয়ানক যে প্রথমে এর দ্বারা সিস্টেমে সিঁধ কেটে ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়। তারপর সেই তথ্যগুলি ডার্ক ওয়েবে (dark web blog) ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়।  CERT কম্পিউটার ব্যবহারকারীদের বারবার সতর্ক করেছে, যেন তাঁরা নিজেদের প্রয়োজনীয় তথ্য অফলাইনেও ব্যাক-আপ রাখেন। সেই সঙ্গে নিজের কম্পিউটার থেকে তথ্য চুরি আটকাতে শক্তিশালী পাসওয়ার্ড (strong password) রাখার বিষয়ে জোর দিয়েছে সিইআরটি। পরামর্শ দেওয়া হচ্ছে যেন প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী তাঁদের সিস্টেমে strong and unique passwords রাখেন।  সেই সঙ্গে সিস্টেম আপডেটের রাখার উপরও জোর দিয়েছে Computer Emergency Response Team। 

কারা বেশি বিপদে ? 


CERt র দাবি, আকিরার অপারেটররা VPN পরিষেবাগুলিকে কাজে লাগাচ্ছে সিস্টেমে সিঁধ কাটতে।  বিশেষ করে যখন ব্যবহারকারীরা মাল্টি-ফ্যাক্টর প্রমাণীকরণ বা multi-factor authentication ছাড়াই কাজ করেন, তাদের ক্ষেত্রে।  ransomware টি হানা দিতে পারে AnyDesk, WinRAR, এবং PCHunter এর মতো পরিষেবার মাধ্যমে। এগুলি কিন্তু বহু মানুষই ব্যবহার করেন। 


CERT র তরফে পরামর্শ দেওয়া হয়েছে, প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী যেন প্রাথমিক অনলাইন হাইজিনটুকু মেনে চলেন। তাহলেই সিস্টেম এই ধরনের ব়্যানসামওয়্যারের হানা থেকে কিছুটা সুরক্ষিত থাকবে। অনলাইনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজনীয় তথ্য অফলাইনেও ব্যাকআপ রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।    


জেনে নিন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস : 


কখনই ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন না: শক্তিশালী পাসওয়ার্ডে নাম, জন্মদিন, ঠিকানা বা ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্যের উল্লেখ অন্তর্ভুক্ত করা উচিত নয়।


অক্ষর, সংখ্যা এবং চিহ্নের সংমিশ্রণ অন্তর্ভুক্ত করুন: পাসওয়ার্ডকে আরও জটিল করে তুলতে নিরাপদ পাসওয়ার্ডে বিভিন্ন ধরনের অক্ষর, সংখ্যা অন্তর্ভুক্ত করতে পারেন।

পাসওয়ার্ডের দৈর্ঘ্য বড় রাখুন:   সাইবার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কমাতে নিরাপদ পাসওয়ার্ড তৈরির প্রাথমিক শর্ত হল কমপক্ষে ১৬ অক্ষরের পাসওয়ার্ড দেওয়া।

কখনই পাসওয়ার্ডের পুনরাবৃত্তি করবেন না: বিভিন্ন অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা সাইবার অপরাধীদের জন্য সুবিধে করে দেয়।  আক্রমণের ঝুঁকি বাড়ে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial