Samsung Event: স্যামসাং গ্যালাক্সির সাংকেতিক ট্যুইটে (cryptic tweet) দক্ষিণ কোরিয়ার সংস্থা তাদের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Samsung Galaxy Unpacked Event) সম্পর্কে আভাস দিয়েছে। বলা ভাল, স্যামসাং (Samsung) জানিয়েছে, আগামী ১০ অগস্ট তারা তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। তবে সেই ইভেন্টে কী কী লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি সংস্থা। যদিও অনুমান করা হচ্ছে, স্যামসাং কর্তৃপক্ষ তাদের ফোল্ডেবল ফোনের নেক্সট জেনারেশন (Next Generation Foldable Phone) লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Samsung Galaxy Z Fold 4) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Samsung Galaxy Z Flip 4)- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই দুই ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি ফ্লিপ ৩- এই দুই ফোনের সাকসেসর মডেল হতে চলেছে।
স্যামসাংয়ের এই ট্যুইটে মোট তিনটি ছবি রয়েছে। সেখানে রঙ অনুসারে ক্যারেক্টারগুলোকে ম্যাচ করে তারপর শেষ ছবির অর্ডার অনুসারে সাজালে ১০.০৮.২০২২ তারিখই পাওয়া যাবে। উল্লেখ্য, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি ফ্লিপ ৪- স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি বাডস ২ প্রো। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই প্রসঙ্গে খোলসা করে কিছুই জানায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং সংস্থার এই সাংকেতিক ট্যুইটের আগে টিপস্টার ইভার ব্লাস আভাস দিয়েছিলেন যে সম্ভবত ১০ অগস্ট স্যামসাং গ্যালাক্সির আনপ্যাকড ইভেন্ট হতে চলেছে। আর সেখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি ফ্লিপ ৪, এই দুই ফোন লঞ্চ হবে।
এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সির আসন্ন এই দুই ফোন সম্পর্কে সম্ভাব্য কী কী ফিচার জানা গিয়েছে
- ১। এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- ২। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
- ৩। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
- ৪। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ৫। এছাড়াও এই ফোনে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে।
- ৬। এই ফোনে আবার ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ফের বিতর্কে নাথিং ফোন ১, স্ক্রিনে ডেড পিক্সেল-সবুজ আভার অভিযোগ