Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy) দুটো এন্ট্রি লেভেল ফোন সম্ভবত খুব তাড়াতাড়িই লঞ্চ হতে চলেছে ভারতে। কারণ এই দুই ফোনেরই নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর (Samsung Galaxy A04 Core) এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪ (Samsung Galaxy M04)- এই দুই ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে স্যামসাং কর্তৃপক্ষ এই দুই ফোন লঞ্চ করবে তা অবশ্য জানা যায়নি। চলতি মাসের শুরুর দিকেই স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোন আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছিল। এই এন্ট্রি লেভেল ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, একটি আপডেটেড ডিজাইন এবং একটি Exynos 850 প্রসেসর। এবার এই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও কিছু ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ।
স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোনের সম্ভাব্য রঙ এবং দাম
ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হবে বলে আন্দাজ করা হচ্ছে। ব্ল্যাক, কপার এবং গ্রিন- এই তিনটি রঙে ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে যে BIS ডেটাবেসে স্যামসাং ‘এ’ সিরিজের এই এন্ট্রি লেভেল ফোনের মডেল নম্বর SM-A042F/DS। এই BIS ডেটাবেসে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের নামও দেখা গিয়েছে এবং তার মডেল নম্বর SM-M045F/DS।
Geekbench
স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪- এই দুই ফোনের নাম Geekbench সাইটেও দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোনের ক্ষেত্রে শোনা যাচ্ছে, এই মডেলে ৩ জিবি র্যাম থাকতে পারে। এর সঙ্গে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যেই ফোন পরিচালিত হবে। এছাড়াও শোনা গিয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকতে পারে এই ফোনে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৩ জিবি র্যাম। এই ফোনেও একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ এই দুই ফোন ভারতে লঞ্চের প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এই দুই ফোনের কোনও ফিচার বা স্পেসিফিকেশনও অফিশিয়াল ভাবে প্রকাশ্যে আসেনি। শুধুমাত্রা BIS সাইটে নাম দেখা যাওয়ার ফলে অনুমান করা হচ্ছে যে এই দুই ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। যদিও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
আরও পড়ুন- ৪জি বা ৫জি কানেকশন না থাকলেও কথা বলা যাবে আইফোনে! পাঠানো যাবে মেসেজও?