Samsung Galaxy S22 series: মাঝে মাত্র একদিন সময়। ৯ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসতে চলেছে স্যামসাঙের বহুল প্রত্যাশিত Samsung Galaxy S22 series। ইতিমধ্যেই ফোনের টিজার সামনে এনেছে কোম্পানি। যা শুনে হতবাক হবেন আপনিও।


Upcoming Samsung phones: কোম্পানি জানিয়েছে, এবার তাদের নতুন ফোন তৈরি করতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া মাছ ধরার জাল। ফ্ল্যাগশিপ Galaxy S22-তে থাকছে সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিকও। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট জানিয়েছে, সরাসরি সেই প্লাস্টিক ব্যবহার করা হয়নি ফোনে। তবে ওই প্লাস্টিক থেকে একটি নতুন উপাদান তৈরি করেছে কোম্পানি। Samsung Galaxy S22 সিরিজ থেকেই এই ফিশিং নেট ও প্লাস্টিক ব্যবহার শুরু করেছে কোম্পানি। আগামী দিনে কোম্পানির 'আনপ্যাকড ইভেন্টে' সবার সামনে আনা হবে সেই নতুন প্রযুক্তি।


Samsung Galaxy S22 series: ফ্ল্যাগশিপ ফোনে বিশ্বকে তাক লাগিয়ে দিল স্যামসাং। সমুদ্রের ফেলে দেওয়া প্লাস্টিক, জলের বোতল, ব্যাগ এমনকী পরিত্যক্ত মাছ ধরার জাল দিয়ে তৈরি হয়েছে Samsung Galaxy S22 series । রিপোর্ট বলছে, প্রতি বছর প্রায় 6,40,000 টন মাছ ধরার জাল  ফেলে দেওয়া হয় সমুদ্রে৷ স্যামসাং-এর আসন্ন ডিভাইসগুলিতে পাওয়া যাবে এই জাল দিয়ে তৈরি উপকরণ। মূলত, সমুদ্রকে প্লাস্টিক মুক্ত করতেই এই পরিবেশ সচেতন উপকরণগুলির ব্যবহার বাড়াতে চাইছে স্যামসাং। এ ছাড়াও  পুনর্ব্যবহারযোগ্য পোস্ট-কনজিউমার ম্যাটেরিয়াল (পিসিএম) কাগজ ব্যবহারের উদ্যোগ নিয়েছে কোম্পানি।


Samsung Galaxy S22: তবে মাছের জাল থেকে ফোনের উপকরণ তৈরি করার কথা বললেও তার শতাংশের কথা উল্লেখ করেনি কোম্পানি স্যামসাং জানিয়েছে, সমুদ্রের প্লাস্টিক দূষণকে মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি। সেই কারণেই তাদের এই উদ্যোগ। কোম্পানির দাবি, শুধু পরিবেশ নয়, সমস্ত গ্যালাক্সি ব্যবহারকারীদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে তাদের এই ভাবনা।আগামী ৯ ফেব্রুয়ারি আসতে চলেছে Samsung Galaxy S22 series।


 


বিস্তারিত আসছে....