Smartwatch Risk: আজ থেকে প্রায় এক বছর আগে একটি গবেষণায় জানা গিয়েছিল যে বিভিন্ন স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্র্যান্ডের স্ট্র্যাপ থেকে বিভিন্ন ক্ষতিকর ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে শরীরে। এবার একই রকম একটি গবেষণা থেকে জানা গিয়েছে স্মার্টওয়াচের (Smartwatch) সঙ্গে যে স্ট্র্যাপ থাকে সেগুলিতে ক্ষতিকারক PFHxA অ্যাসিড থাকে যা কিনা ক্যান্সারের (Cancer) কারণ হতে পারে। এই গবেষণায় ব্যবহার করা হয়েছে গুগল, স্যামসাং, অ্যাপল, ফিটবিটের মত বহু নামিদামি সংস্থার স্মার্টওয়াচ।
উচ্চমাত্রার ক্যানসার-বর্ধক উপাদান
বহু কোম্পানি তাদের স্মার্টওয়াচের স্ট্র্যাপে ফ্লুরোইলাস্টোমার নামে এক ধরনের সিন্থেটিক রবার ব্যবহার করে থাকে। গবেষকরা এই রবারের মধ্যেই উচ্চ মাত্রায় PFHxA-র উপস্থিতি লক্ষ্য করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এই স্মার্টওয়াচের মাধ্যমে মানুষ এখন কত ভাল ঘুম হল, স্লিপ অ্যাপনিয়া হয়েছে কিনা তা বুঝতে পারেন এবং এই বিষয়গুলিতে নজরও রাখেন। অনেকে আবার তাই রাতে স্মার্টওয়াচ পরেও ঘুমান। গবেষুরা জানিয়েছেন যে ১২ ঘণ্টার বেশি সময় যদি প্রতিদিন এই ব্যান্ডের PFHxA মানুষের ত্বকের সংস্পর্শে থাকে, তাহলে তা বিপজ্জনক হতে পারে।
বড় কোম্পানির স্মার্টওয়াচের স্ট্র্যাপে প্রচুর পরিমাণে PFHxA পাওয়া গিয়েছে। গবেষণার অন্তর্ভুক্ত স্ট্র্যাপগুলিতে এই উপাদান রয়েছে গড়ে প্রতি বিলিয়নে ৮০০ অংশ। একটি স্ট্র্যাপে এই উপাদান রয়েছে ১৬ হাজার শতাংশ যা কিনা কোনো প্রসাধনীতে পাওয়া ক্ষতিকর ক্যান্সার-বর্ধক উপাদানের থেকে ৪ গুণ বেশি।
ক্যান্সার হতে পারে এই উপাদান থেকে
গবেষকরা জানিয়েছেন, ফিটনেস ব্যান্ডের ক্ষেত্রেও এই রবার ব্যবহার করা হয়। রবারে উপস্থিত এই অ্যাসিড যখনই ঘামের সংস্পর্শে আসে, তখনই তা ত্বকের লোমকূপ দিয়ে ভিতরে প্রবেশ করে। প্রায় ৫০ শতাংশ অ্যাসিড ঢুকে যেতে পারে শরীরের ভিতরে এবং তার তিনভাগের একভাগ অংশ মিশে যায় রক্তের মধ্যে। এই PFHxA আসলে এক ধরনের বিপজ্জনক রাসায়নিক যাকে 'ফরেভার কেমিক্যাল' বলা হয় অর্থাৎ এগুলি কোনও অবস্থাতেই বিনষ্ট হয় না, আর এগুলি শরীরে দীর্ঘ সময় থাকলে ক্যান্সার দেখা দিতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Divorce Case: বিয়ের ৪৪ বছর পর সম্পর্কে ইতি, জমি বেচে ৩ কোটি খোরপোশ জোগালেন বৃদ্ধ কৃষক