Smartwatch: ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ। দাম ২০০০ টাকারও কম। অথচ রয়েছে একগুচ্ছ তাক লাগানোর মতো ফিচার। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Boult Drift Max স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলেই হবে সমাধান। ফোন এলে আর কষ্ট করে পকেট কিংবা ব্যাগ থেকে ফোন বের করে রাস্তাঘাটে কানে ধরতে হবে না। সরাসরি কবজিতে থাকা স্মার্টওয়াচের সাহায্যেই চট করে ফোনকল সেরে নিতে পারবেন ইউজার। 


এখানেই শেষ নয়। অসংখ্য হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে Boult Drift Max স্মার্টওয়াচে। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল, ব্লাড প্রেশার, হার্ট রেট সবই পরিমাপের ট্র্যাকিং ফিচার রয়েছে এই ডিভাইসে। এর পাশাপাশি বিশেষ করে মহিলাদের জন্য Boult Drift Max স্মার্টওয়াচে রয়েছে ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট এই স্মার্টওয়াচ। Boult Drift Max স্মার্টওয়াচে ১২০- র বেশি স্পোর্টস মোড এবং একগুচ্ছ ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ২৫০- র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট। 


দেশে Boult Drift Max স্মার্টওয়াচের দাম কত? কোথা থেকে এবং কোন কোন রঙে কেনা যাবে? 


ভারতে Boult Drift Max স্মার্টওয়াচের দাম ১০৯৯ টাকা, সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের জন্য। আর স্টিল স্ট্র্যাপ ভার্সানের দাম ১১৯৯ টাকা। অর্থাৎ ১২০০ টাকার মধ্যেই কিনে ফেলা যাবে এই ঝাঁ-চকচকে নতুন স্মার্টওয়াচ। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন- দুই ই-কমার্স সংস্থা থেকেই কিনতে পারবেন আপনি। কালো, রুপোলি এবং কোল ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে Boult Drift Max স্মার্টওয়াচ। 


Boult Drift Max স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 



  • এই স্মার্টওয়াচে ২.০১ ইঞ্চির এইচডি ডিসপ্লে পাবেন ইউজাররা। আয়তাকার ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশে রয়েছে রোটেটিং ক্রাউন যা নেভিগেশনের কাজ করবে। ২৫০- র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট পাবেন ইউজাররা।

  • ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ১২০- র বেশি স্পোর্টস মোড যেমন- রানিং, সাইক্লিং, যোগাসন, বাস্কেটবল- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে। 

  • এই স্মার্টওয়াচের সাহায্যে ব্লাড অক্সিজেন লেভেল, 24x7 হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপিং সাইকেল, ক্যালোরি- একজন মানুষের শরীরের এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর রাখা যাবে। এছাড়াও রয়েছে মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং ফিচার। 

  • ইউজারের কখন জল খাওয়া প্রয়োজন তাও বলে দেবে এই স্মার্টওয়াচ। দীর্ঘক্ষণ বসে থাকলে নড়াচড়া করার সেডেন্টারি রিমাইন্ডারও দেবে। 


আরও পড়ুন- চশমা দিয়েই করা যাবে ফোন, চশমাকে নির্দেশ দিয়েই বদলানো যাবে চলতে থাকা গান