Total Mobile Users in India: গতকাল বুধবার সংসদে বৈঠক চলাকালীন দিল্লির সংযোগ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী চন্দ্রশেখর প্রেম্মানানী জানান যে দেশে এখন মোট ১১৫.১২ কোটি মানুষ মোবাইল ব্যবহার করেন। ৩১ অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান (Mobile Usage) পাওয়া গিয়েছে। লোকসভায় একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে দেশের মোট ৬ কোটি ৪৪ লক্ষ ১৩১টি গ্রামের মধ্যে ৬ কোটি ২৩ লক্ষ ৬২২টি গ্রামে মোবাইল কভারেজ (Total Mobile Users) রয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বহু অখ্যাত গ্রামেও মোবাইল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এক্ষেত্রে টেলিকম প্রোভাইডার সংস্থাগুলিও সহায়তা করেছে বহুলাংশে।


কেন্দ্রীয় মন্ত্রী এছাড়াও জানিয়েছেন যে কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়া ফান্ডের অধীনে বেশ কিছু স্কিম এবং প্রকল্পে বিনিয়োগের কথা ভাবা হয়েছে যাতে গ্রামীণ এলাকাতেও ব্যাপকভাবে মোবাইল টাওয়ার লাগানোর মাধ্যমে টেলিকম যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করা যায়। এমনকী পাহাড়ি এলাকা, প্রত্যন্ত অঞ্চলেও যাতে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়, তার দিকে জোর দিচ্ছে কেন্দ্র।


ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ওরফে ভারত নেট প্রকল্প এরকমই একটি উদ্যোগ যা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডের অধীনে গড়ে উঠেছে। দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের পরে ভারতনেট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ও শুরু করতে চলেছে কেন্দ্র। এঁর জন্য কেন্দ্রের পক্ষ থেকে মোট ৪২ হাজার গ্রাম পঞ্চায়েতে ১০ বছরের মেন্টেন্যান্স এবং পরিচালনার লক্ষ্যে ১ লক্ষ ৩৯ হাজার ৫৭৯ টাকা বরাদ্দ করা হয়েছে।


গ্রামীণ এলাকায় ৯৭ শতাংশ পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক গড়ে উঠেছে


গত সপ্তাহে কেন্দ্র সরকার জানিয়েছে যে গ্রামীণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ৯৭ শতাংশ কভার করা হয়েছে। প্রায় সাড়ে ৬ লক্ষ গ্রামে ৪জি মোবাইল সংযোগ স্থাপন করা হয়েছে। জানা গিয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের মোট ৭৮৩টি জেলার মধ্যে ৭৭৯টি জেলাতেই ৫জি পরিষেবা দেওয়া হয়েছে। এছাড়াও দেশে ৪.৬ লক্ষ ৫জি বেস ট্রান্সিভার স্টেশন স্থাপিত হয়েছে সরকারের উদ্যোগে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: HDFC Bank: FD ভেঙে টাকা লুট ব্যাঙ্ককর্মীর, মহিলাকে ২.৯ কোটি ফেরাল HDFC ব্যাঙ্ক- আপনার টাকা সুরক্ষিত তো ?