Twitter Blue: ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেছিলেন যে ব্লু টিক (Twitter Blue Tick) সাবস্ক্রিপশন চালু হবে। সেই ফিচার চালুও হয়ে গিয়েছে। ইউজাররা তাদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করার জন্য ব্লু টিক কিনতে পারবেন টাকা দিয়ে। এই ফিচার চালু হওয়ার আগেই টেক বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করেছিলেন যে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এমনকি ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হয়েও প্রাথমিক ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ তখন বিভিন সূত্রে জানা গিয়েছিল যে অনেক অবাঞ্ছিত, ভুয়ো ইউজারও ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়ার আশায় ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে চাইছে। ট্যুইটারের ইউজারদের নিরাপত্তা নষ্ট হতে পারে ভেবে সেই সময় সাময়িক ভাবে বন্ধ হলেও পরে ফের চালু হয় এই ব্লু টিক সাবস্ক্রিপশন পদ্ধতি। তবে এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। 


শোনা যাচ্ছে, ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন কিনছে তালিবান! বিবিসি'র রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এই রিপোর্টে বলা হয়েছে তালিবান সংগঠনের অন্তত দু'জন আধিকারিক এবং চারজন প্রত্যক্ষ্য সমর্থকের ট্যুইটার অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্লু টিক মার্ক দেখা গিয়েছে। তবে এখন আর এইসব অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাচ্ছে না। কবে এই ব্লু টিক সরানো হল, কীভাবেই বা ওইসব অ্যাকাউন্টে ব্লু টিক যুক্ত হল সেই প্রসঙ্গে কিছুই জানা যায়নি। এমনকি ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্কও এই প্রসঙ্গে কোনও মন্তব্য পেশ করেননি। 


আগে ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত এবং তার ভিত্তিতে নিজেদের বিভিন্ন তথ্য দিতে হত। এইসব তথ্য ভেরিফিকেশনের মাধ্যমেই ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক প্রদান করা হবে। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবর্তন হয়েছে এই ব্লু টিকের নিয়ম। এবার থেকে যেকোনও ইউজার টাকা দিয়ে ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এই পরিষেবা পেতে চাইলে নতুন ট্যুইটার ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে। অর্থাৎ ট্যুইটার মাধ্যমে ৯০ দিন পূর্ণ করলে তবে একজন ইউজার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন নিতে পারবেন। ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক সুবিধা পাবেন ইউজাররা। বিজ্ঞাপনের সংখ্যা অনেকটাই কমে যাবে। ট্যুইটারের দাবি প্রায় অর্ধেক হয়ে যাবে। এর পাশাপাশি নতুন এই সাবস্ক্রিপশন কিনলে ট্যুইটারিয়ানরা বড় সাইজের ফাইল বা অডিও আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আগের তুলনায় অনেক ভাল অভিজ্ঞতা পাবেন ইউজাররা, এমনই দাবি করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এছাড়াও ইউজাররা তাঁদের কনটেন্টের গুণমানের উপর প্রায়োরিটি র‍্যাঙ্কিং পাবেন। এই সুবিধা পাওয়া যাবে ট্যুইটের কমেন্ট, রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রেও।


আরও পড়ূন- হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট! দ্রুত নতুন ফিচার লঞ্চ করবে মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ