টুইটার ( Twitter )কি  ফের ডাউন ?  অন্তত কিছু ব্যবহারকারীদের এমনটাই অভিযোগ।  অনেকেই ট্যুইটার ডাউন বলে অভিযোগ করছেন।   রিয়েল-টাইম সার্ভিস ট্র্যাকার ডাউনডিটেক্টর অনুসারে, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার শুক্রবার সকাল ৮.২৩ থেকে সমস্যা তৈরি করছে। 


অনেক ব্যবহারকারীর অভিযোগ, যখন ব্যবহারকারীরা তাদের ট্যুইটার ফিড লোড করার চেষ্টা করছেন, তখনই একটি ত্রুটি বার্তা বা Error message আসছে। 


ডাউনডিটেক্টর ((Downdetector  )এর তথ্য অনুসারে, সকাল ৮.২৩ এ ট্যুইটারে সবথেকে বেশি সমস্যা হয় অনেকের।  ১৩০ জনেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মের সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। সকাল ১০ টার পর থেকে সমস্যা কমেছে, এমন বার্তাও পোস্ট হয়েছে। 


কোথায় কোথায় সমস্যা ? 
ডাউনডিটেক্টরের বিভ্রাটের  মানচিত্র অনুসারে, ভারতের ব্যবহারকারীরা দিল্লি, কলকাতা, নাগপুর, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো শহরে সবচেয়ে বেশি ইউজার বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন যে, তাঁদের ফিড অ্যাক্সেস করার সময়, তারা একটি বার্তা পাচ্ছেন - ' আবার চেষ্টা করুন.'


এর মধ্যে ট্যুইটারের মালিকানা নিয়েছেন ইলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটের মালিক হয়েই বেশ কয়েকজন কর্তাকে ছাঁটাই করেন তিনি। সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতর ছেড়ে বেরিয়ে যান ট্যুইটারের সিইও পরাগ আগরওয়াল ও সিএফও নেদ সেগাল। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ট্যুইটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন বিশ্বের ধনীতম ব্যক্তি।  


শোনা যাচ্ছে এবার এবার কর্মী ছাঁটাইয়ের পথে  হাঁটবেন মাস্ক। ৬০ দিন অর্থাৎ ২ মাসের বেতন দিয়ে অনেক কর্মীদের চাকরি ছাড়তে বলা হতে পারে বলে খবর।সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আজ, শুক্রবার থেকেই সংস্থার কর্মীদের কাছে আসতে পারে চাকরি ছাড়ার নির্দেশ সহ ইমেল ৷ 






সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসও একটি প্রতিবেদনে জানিয়েছিল, নভেম্বরের গোড়া থেকে ছাঁটাইয়ের পথে যেতে পারেন মাস্ক। তখন অবশ্য এই খবর অস্বীকার করেছিলেন মাস্ক। ৬০ দিন অর্থাৎ ২ মাসের বেতন-সহ ওই কর্মীদের ছাঁটাই করা হবে বলে শোনা যায়।                                       সম্প্রতি ট্যুইটার হাতে নিয়েই এর যাচাইকরণ প্রক্রিয়া পুরো বদলে ফেলার কথা বলেছেন ট্যুইটারের সিইও। তবে এতে কী পরিবর্তন করা হবে এমনকী টাকার বিষয়ে কোনও তথ্য দেননি তিনি। মাস্ক ছাঁটাইয়ের কথা অস্বীকার করলেও, ট্যুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল এবং আইন ও নীতি বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করা হয়েছে।