Vivo Smartphones: ভিভো ভি২৯ ৫জি (Vivo V29 5G) এবং ভিভো ভি২৯ প্রো ৫জি (Vivo V29 Pro 5G) - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে দ্রুত। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি অবশ্য। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিসপ্লে সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও ভিভো সংস্থা এইসব তথ্য প্রকাশ করেনি। তাই এগুলিকে সম্ভাব্য স্পেসিফিকেশন অনুমান করা হচ্ছে। শোনা গিয়েছে, ভিভোর আসন্ন 'ভি' সিরিজের ৫জি ফোনে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ১.৫কে রেজোলিউশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। আর এই দুই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভিভো ভি২৯ এবং ভিভো ভি২৯ প্রো- এই দুই ৫জি ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই দুই ফোনের ডিসপ্লেতে HDR10+ সার্টিফিকেশ থাকার কথাও শোনা গিয়েছে। হাল্কা ওজনের এবং স্লিম ডিজাইনে তৈরি হচ্ছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোন। ভ্যানিলা মডেলে থাকতে পারে ISOCELL GN5 সেনসর। অন্যদিকে প্রো মডেলে থাকতে পারে Sony IMX766 সেনসর। 


ইতিমধ্যেই অন্যান্য অনেক দেশে ভিভোর এই দুই ফোন লঞ্চ হয়েছে


ওইসব ভ্যারিয়েন্টের মতোই হার্ডওয়্যার এবং ডিজাইন থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টেরও। ম্যাজেস্টিক রেড, হিমালয়ান ব্লু, পার্পল ফেয়ারি এবং স্পেস ব্ল্যাক- এই চারটি রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ সিরিজের এই দুই ৫জি ফোন। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোন। 


ভিভো ভি২৯ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট



  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13- এর সাপোর্ট রয়েছে।

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে এখানে। এই ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।

  • এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 


আরও পড়ুন- ভারতে হাজির হোয়াটসঅ্যাপ চ্যানেল, নতুন ফিচারে কী কী সুবিধা পাবেন ইউজাররা?