Whatsapp: ইউজার স্মার্টফোনের (Smartphone) ব্যবহার করছেন না। অথচ সেই সময়ে ফোনের মাইক্রোফোন (Microphone) চালু থাকছে। হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমেই নাকি হচ্ছে এমন কীর্তিকলাপ। সম্প্রতি এমনই গুরুত্ব অভিযোগ উঠেছে মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই মেসেজিং অ্যাপের বিরুদ্ধে তোপ দেগেছেন ট্যুইটারের মালিক এলন মাস্ক। তাঁর কথায় হোয়াটসঅ্যাপ মোটেই বিশ্বাসযোগ্য মাধ্যম নয়। অন্যদিকে ভারত সরকার জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে। ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ট্যুইটে একথা জানিয়েছেন। হোয়াটসঅ্যাপ ইউজারদের ব্যক্তিগত সুরক্ষায় হস্তক্ষেপ করছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এক হোয়াটসঅ্যাপ ইউজার ট্যুইট করে অভিযোগ জানিয়েছেন যে, তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় এবং ফোন ব্যবহার না হওয়া অবস্থায় তাঁর ফোনের মাইক্রোফোন চালু ছিল। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে শোরগোল। ট্যুইটে আরও অনেক ইউজারই এমন অভিযোগ করেছেন। Foad Dabiri নামের একজন ট্যুইটারিয়ান যিনি আবার ট্যুইটারের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর পদে কর্মরত, তিনিই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই গুরুত্ব অভিযোগ এনেছেন। Foad Dabiri- র ট্যুইটে বলা হয়েছে তিনি ঘুমিয়েছিলেন সেই সময় তাঁর হোয়াটসঅ্যাপের মাইক্রোফোন চালু ছিল। এমনকি তিনি ঘুম থেকে ওঠার পরেও এমনটাই চলেছে। আদতে কী হচ্ছে সেটাই জানতে চেয়েছেন এই ইউজার। মুহূর্তে Foad Dabiri-র ট্যুইট ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৬৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ট্যুইটের।
শোনা যাচ্ছে, ট্যুইটারের ওই কর্মীর পিক্সেল ফোনে সমস্যা দেখা দিয়েছে। আর আপাতত Foad Dabiri ছাড়া বাকি যে ইউজাররা হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তাঁদের সকলের ক্ষেত্রেই ডিভাইস অ্যান্ড্রয়েড। অর্থাৎ এখনও পর্যন্ত আইওএস ভার্সানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এই সমস্যার সম্মুখীন হননি ইউজাররা। তবে Foad Dabiri-র মতো আরও অনেকে ইউজারই জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপে আচমকা মাইক্রোফোন অন হয়ে যাওয়ার মতো সময়ার সম্মুখীন হয়েছেন তাঁরাও। কেউ বা বলেছেন ফেসবুকেও এই সমস্যা দেখা গিয়েছে। কেউ বলছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যামাজন শপিং অ্যাপ নাকি মাইক্রোফোনের দখল নিয়েছে। আর এক ইউজারের কথায় মেটা এবং মার্ক জুকেরবার্গের কথা একেবারেই বিশ্বাসযোগ্য নয়।
এই গোটা ঘটনায় কী বলছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা নিয়মিত ভাবে Foad Dabiri-র সঙ্গে যোগাযোগ রাখছেন। এই ইউজারের পিক্সেল ফোন (অ্যান্ড্রয়েড) এবং হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে যে তারা বিশ্বাস করে এটি অ্যান্ড্রয়েডের কোনও bug যা প্রাইভেসি ড্যাশবোর্ডে ভুল তথ্য প্রদর্শন করছে। গুগল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
এখানেই শেষ নয়। এছাড়াও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে মাইক্রোফোন সেটিংসের ক্ষেত্রে একমাত্র ইউজারদেরই পুরো নিয়ন্ত্রণ থাকে। ইউজার অনুমতি দিলে তবেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও ফোন বা ভয়েস রেকর্ডের সময় মাইক্রোফোনের ব্যবহার হয়। আর সেই সময়েও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ইউজারের কথোপকথন সুরক্ষিত থাকে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও তা জানতে পারে না।
আরও পড়ুন- গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস